রবীন্দ্রনাথের উপহার সামগ্রী ও অন্য সংগ্রহ
রবীন্দ্রনাথ গেদু মিয়াকে উপহার দিয়েছিলেন একটা হুঁকো, একটা স্যুপ জার এবং একটা প্রশংসাপত্র। ১৯৪৭ সালের দেশভাগের পর কলকাতা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। রানাঘাটে আসার পর তিনি দাঙ্গাবাজদের কবলে পড়েন।
তাঁর সঙ্গে থাকা নগদ টাকাপয়সা, কিছু কাপড়চোপড়ের সঙ্গে রবীন্দ্রনাথের দেওয়া সেই প্রশংসাপত্রটি নিয়ে যায় দাঙ্গাবাজেরা। তাদের হাত থেকে রক্ষা করতে পেরেছিলেন কেবল সেই স্যুপজার এবং হুঁকোটি। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য সেই দুটি স্মারক তিনি ১৯৭৫ সালে দান করে দিয়েছিলেন জাতীয় জাদুঘরে (এগুলো প্রদর্শনীর জন্য না রেখে জাদুঘরের স্টোররুমে ফেলা রাখা হয়েছে বলে জানা যায়। জাদুঘর কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত স্মৃতিচিহ্নগুলোর ছবি তোলা সম্ভব হয়নি। এখন প্রশ্ন দেখা দিয়েছে, জাদুঘরে এগুলো আদৌ সংরক্ষিত আছে কি না)।
আমাদের সংস্কৃতিজগতের অনেকেই তাঁকে জানতেন। তাঁদের অনেকেই খেয়েছেন তাঁর রান্না করা খাবার।
আমাদের সংস্কৃতিজগতের অনেকেই তাঁকে জানতেন। তাঁদের অনেকেই খেয়েছেন তাঁর রান্না করা খাবার।
No comments