চরাচর-পরিবেশ ও শরীরবান্ধব ব্যবস্থা by নরেশ মধু

আমাদের নিজস্ব একটি চিকিৎসাপদ্ধতি ছিল বা এখনো আছে, যা আমাদের নিজস্ব এবং আমাদের লোকাচার ও ঐতিহ্য দিয়ে গড়া। যে ব্যবস্থা পরিবেশ ও শরীরবান্ধব। যেখানে আমাদের শরীর বন্ধক থাকে না কোনো মহাজনের কাছে। অবশ্য বর্তমান সময়ে সবাই আবার ফিরে যেতে যায় পরিবেশ ও শরীরবান্ধব চিকিৎসা পদ্ধতিতে।


বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাবমতে, বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষ এখন পরিবেশ ও শরীরবান্ধব চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসাসেবা নিচ্ছে। পরিবেশ ও শরীরকে পরিবেশবান্ধব রাখার যে তাগিদ, সে তাগিদেই মানুষ নিজের শরীরের প্রতি অধিক যত্নবান হচ্ছে। আর এটা হতে হলে ঠিক রাসায়নিক বিক্রিয়া বা প্রক্রিয়াজাত প্রতিষেধক দিয়ে শরীরকে রক্ষা করা সম্ভব নয়। এ সত্যটি দেরিতে হলেও মানুষ বুঝতে পেরেছে। এ কারণেই বিশ্ববাজার সরগরম হচ্ছে ভেষজ চিকিৎসাপদ্ধতি নিয়ে। পাশাপাশি চিকিৎসাসেবাকে জনগণের মধ্যে সহজলভ্য করতে চাহিদার দিকটি বিবেচনায় এনে এর চাষাবাদের দিকে নজর দিচ্ছে। কারণ চাহিদা এবং জোগান যদি সমানতালে না চলে, তাহলে সেটি স্থায়ী হয় না। সুতরাং চাহিদা এবং এর উপযোগিতা বিবেচনায় এনেই সেবাপদ্ধতি জনগণের কাছে আরো নিয়ে যাওয়া এবং নাগালের মধ্যে পাওয়ার কথা মনে করে চাষাবাদের ব্যবস্থা করা। ভেষজ চিকিৎসাসেবার ঐতিহ্যগত অবস্থান এবং এর ব্যাপকতা এ উপমহাদেশে একটি সুদৃঢ় অবস্থান নিঃসন্দেহে আমাদের যৌক্তিক অবস্থা এবং অবস্থানকে আরো সমৃদ্ধ করেছে। ভেষজ চিকিৎসা সবার ব্যুৎপত্তি ও বিকাশ ভারত উপমহাদেশে। সংগত কারণেই এর প্রসার এবং প্রচারে আমাদের দায়বদ্ধতাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত কারণে আমরাও এর অংশীদার। দেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভেষজ চিকিৎসা। যেখানে চিকিৎসকই নেই, সেখানে একটি ঔষধি গাছই আপনার জীবন বাঁচাতে পারে। দুই. এটি শরীর ও পরিবেশবান্ধব চিকিৎসাপদ্ধতি। তিন. বিকল্প আয়ের উৎস হিসেবে জীবন-জীবিকায় বড় প্রভাব ফেলে। যদি দীর্ঘমেয়াদি ফলাফলের কথা ভাবা হয়, তাহলে এটি রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। ফলে স্বাস্থ্য খাতে ব্যয় কমবে। অপরদিকে শরীরে নীরোগ করার ক্ষমতা বৃদ্ধি করে, ফলে শ্রমঘণ্টা বেড়ে যায়। শ্রমঘণ্টা বেড়ে যাওয়া মানেই অধিক উপার্জন। এতে একটি পরিবারের নীরোগ স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন নিশ্চিত করা যায়। আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য নিঃসন্দেহে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অপরদিকে শঙ্কার বিষয়, বিশ্বায়ন যেভাবে প্রভাব ফেলছে, তাতে যদি এখনই পদক্ষেপ না নিই, তা আমাদের দেশের গুরুত্বপূর্ণ ঔষধি গাছের মালিকানা এবং বংশপরম্পরায় ঐতিহ্যগত রোগ নিরসন জ্ঞান।
নরেশ মধু

No comments

Powered by Blogger.