খাগড়াছড়ি জেলার প্রথম শহীদ মিনার
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় জেলার প্রথম
শহীদ মিনার নির্মাণ হয় ১৯৭২ সালে। মহান মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টরের
হেডকোয়ার্টার সাবেক মহকুমা রামগড় শত্রুমুক্ত স্বাধীন হয় ১৯৭১এর ৮ ডিসেম্বর।
দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে এখানকার মুক্তিযোদ্ধাদের উদ্যোগ ও প্রচেষ্টায়
রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের এক পাশে পুকুর পাড়ে নির্মাণ করা হয় জেলার
সর্বপ্রথম শহীদ মিনারটি। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নবপ্রজন্মের কাছে
অমলীন রাখার লক্ষ্যেই তাঁরা শহীদ মিনারটি নির্মাণ করেন। শহীদ মিনারটির
ডিজাইন সংগ্রহ করেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের তৎকালীন বিএসসি শিক্ষক এম
আর খান। নির্মাণ কাজের মিস্ত্রি ছিলেন মরহুম আব্দুর রউফ। মরহুম
মুক্তিযোদ্ধা মুলকুতুর রহমানের উদ্যোগেই এটি নির্মাণ করা হয়। স্থানীয়
বিত্তশালীদের কাছ থেকে অর্থ সাহায্য সংগ্রহ করে নির্মাণকাজ চালানো হয়।
মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম সুলতান আহমদ, প্রয়াত মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র
দেসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা এ শহীদ মিনারটি নির্মাণে ভূমিকা রাখেন।
বর্তমানে এ শহীদ মিনারটি রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার হিসাবে
ব্যবহৃত হচ্ছে। উল্লেখ্য, ১৯৭১সালে রামগড় হাই স্কুল মাঠটি ছিল
মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ কেন্দ্র। Ñজীতেন বড়ুয়া, খাগড়াছড়ি
No comments