দানিয়ুব নদীতে বরফ জমে নৌ-চলাচল বন্ধ by সরাফ আহমেদ
টানা দুই সপ্তাহের তীব্র শীতে মধ্য ও পূর্ব ইউরোপের ১০টি দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ইউরোপের বৃহত্তম নদী দানিয়ুবের পানি জমে বরফ হয়ে গেছে। দুই হাজার ৮৫৭ কিলোমিটার দীর্ঘ এই নদীর ৯০ শতাংশ পানি জমে যাওয়ায় বিপদে পড়েছে তীরবর্তী দেশগুলো। এসব দেশের সমুদ্রবন্দর নেই। নৌপথে পণ্য আমদানি ও রপ্তানি করার ক্ষেত্রে দানিয়ুবের জলপরিবহন ব্যবস্থাই তাদের ভরসা।
কিছু এলাকায় নদীর পানি কূল ছাপিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। এই বিরূপ পরিস্থিতি থেকে রক্ষা পেতে পূর্ব ইউরোপের চারটি দেশ বুলগেরিয়া, সার্বিয়া, রোমানিয়া ও ক্রোয়েশিয়া বিস্ফোরণের মাধ্যমে দানিয়ুব নদীর জমে যাওয়া বরফ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। সার্বিয়ার সামরিক বাহিনী বিস্ফোরণের মাধ্যমে বরফের স্তর ভেঙে ফেলার কাজটি করবে, যাতে করে অবিলম্বে দানিয়ুব নদীর জলপরিবহন ব্যবস্থা সচল হয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হয়।
নদীর জমে যাওয়া বরফ কোথাও কোথাও ১৫ থেকে ২২ সেন্টিমিটার পুরু। এতে বরফ ভাঙার জাহাজগুলো কাজ করতে পারছে না। পরিবেশবাদীরা বিস্ফোরণের মাধ্যমে বরফ ভাঙার ফলে জলজ প্রাণীর ক্ষতির বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।
জানুয়ারির শেষ সপ্তাহ থেকে টানা হিমশীতল ঠান্ডায় ইতিমধ্যে মধ্য ও পূর্ব ইউরোপে ৩০০ জনের মৃত্যু হয়েছে।
নদীর জমে যাওয়া বরফ কোথাও কোথাও ১৫ থেকে ২২ সেন্টিমিটার পুরু। এতে বরফ ভাঙার জাহাজগুলো কাজ করতে পারছে না। পরিবেশবাদীরা বিস্ফোরণের মাধ্যমে বরফ ভাঙার ফলে জলজ প্রাণীর ক্ষতির বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।
জানুয়ারির শেষ সপ্তাহ থেকে টানা হিমশীতল ঠান্ডায় ইতিমধ্যে মধ্য ও পূর্ব ইউরোপে ৩০০ জনের মৃত্যু হয়েছে।
No comments