উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচী নিয়ে পরীক্ষার্থীরা বিপাকে- চারদিন একটানা পরীক্ষা by বিভাষ বাড়ৈ
আসন্ন এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল
পরীৰার ঘোষিত সময়সূচী নিয়ে বিপাকে পড়েছে পরীক্ষার্থীরা। চলমান এসএসসি ও
সমমানের পরীক্ষার সময়সূচী সর্বস্তরে প্রশংসা অর্জন করলেও এইচএসসির অনেক
পরীৰার আগে ছুটি না পাওয়ায় ক্ষুব্ধ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
তাদের অভিযোগ, অনেক গুরুত্বপূর্ণ পরীৰার আগে একদিনও ছুটি রাখা হয়নি। এমনকি
দ্রুত শেষ করতে গিয়ে আগামী ৪ এবং ৫ মে দু'দিনেই চারটি পরীৰা নির্ধারণ করা
হয়েছে। অবিলম্বে তারা বিষয়টিতে শিৰামন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের
হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, ঘোষিত সময়সূচী অনুযাযী আগামী ১ এপ্রিল থেকে আটটি সাধারণ, একটি মাদ্রাসা এবং একটি কারিগরি শিৰা বোর্ডের অধীনে শুরম্ন হবে এইচএসসি ও সমমানের পরীৰা। সমপ্রতি বিভিন্ন পত্রিকায় পরীৰার সময়সূচী প্রকাশ হওয়ার পর তা দেখে রীতিমতো ুব্ধ পরীৰার্থীরা। গত কয়েক দিন যাবত দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীৰার্থী ও তাদের অভিভাবকদের অব্যাহত টেলিফোনেই বিষয়টি আলোচনায় এসেছে। বিভিন্ন শিৰা বোর্ডেও অভিভাবকরা তাদের সনত্মানদের স্বার্থে পরীৰার সময়সূচীতে পরিবর্তন আনার দাবি জানাচ্ছেন। পরীৰার্থীদের অভিযোগ সব এসএসসি ও এইচএসসি পরীৰা, এমনকি চলমান এসএসসিতেও পরীৰার মাঝে প্রয়োজনীয় বিরতি রেখে সময়সূচী নির্ধারণ করা হয়েছে। কিন্তু আসন্ন এইচএসসি পরীৰায় শিৰার্থীদের স্বার্থ রৰা করা হয়নি। দীর্ঘদিন বসে পরীৰা নেয়ার চিনত্মা করা হলেও অনেক পরীৰার মাঝে একদিনও বিরতি রাখা হয়নি। এমনকি সকাল-বিকেল পরীৰা নিয়ে দু'দিনে চারটি পরীৰারও তারিখ নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ পরীৰার্থীদের। তাদের ৰোভের পরীৰার্থীরা। গত কয়েক দিন যাবত দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীৰার্থী ও তাদের অভিভাবকদের অব্যাহত টেলিফোনেই বিষয়টি আলোচনায় এসেছে। বিভিন্ন শিৰা বোর্ডেও অভিভাবকরা তাদের সনত্মানদের স্বার্থে পরীৰার সময়সূচীতে পরিবর্তন আনার দাবি জানাচ্ছেন। পরীৰার্থীদের অভিযোগ সব এসএসসি ও এইচএসসি পরীৰা, এমনকি চলমান এসএসসিতেও পরীৰার মাঝে প্রয়োজনীয় বিরতি রেখে সময়সূচী নির্ধারণ করা হয়েছে। কিন্তু আসন্ন এইচএসসি পরীৰায় শিৰার্থীদের স্বার্থ রৰা করা হয়নি। দীর্ঘদিন বসে পরীৰা নেয়ার চিনত্মা করা হলেও অনেক পরীৰার মাঝে একদিনও বিরতি রাখা হয়নি। এমনকি সকাল-বিকেল পরীৰা নিয়ে দু'দিনে চারটি পরীৰারও তারিখ নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ পরীৰার্থীদের। তাদের ৰোভের ব্যাপারে খোঁজ নিয়ে দেখা গেছে, মানবিক বিভাগের অনেক পরীৰার্থীই দু'দিনে চারটি পরীৰার মুখোমুখি হবে। সময়সূচীতে ৪ মে সকালে কম্পিউটার প্রথমপত্র এবং বিকেলে সমাজবিজ্ঞান প্রথমপত্র পরীৰা নির্ধারণ করা হয়েছে। পর দিনই সকালে অনুষ্ঠিত হবে কম্পিউটার দ্বিতীয়পত্র এবং বিকেলে সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র পরীৰা। ব্যবসায় শিৰা শাখায়ও আছে একই সমস্যা। রাজধানীসহ দেশের অনেক খ্যাতমানা শিৰা প্রতিষ্ঠানের শিৰার্থীরাই অভিযোগ করেছে, যারা কম্পিউটার নিয়েছে তাদের কোন বিরতি ছাড়াই পর পর চারদিনে চারটি পরীৰার মুখোমুখি হতে হবে। ২ মে হিসাববিজ্ঞান প্রথমপত্র, ৩ মে হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র, ৪ মে কম্পিউটার প্রথমপত্র এবং ৫ মে কম্পিউটার দ্বিতীয়পত্র পরীৰা নেয়া হচ্ছে। কম্পিউটার নিয়ে শিৰার্থীরা তেমন একটা চিনত্মিত না হলেও হিসাববিজ্ঞানের মতো গুরম্নত্বপূর্ণ পরীৰার আগে কোন বিরতি না থাকার কারণে চিনত্মিত মেধাবী শিৰার্থীরাও। যুক্তিবিদ্যা এবং পৌরনীতি পরীৰা পর পর চারদিন নির্ধারণ করায়ও চিনত্মিত এ সব বিষয় নেয়া শিৰার্থীরা। ১৯, ২০, ২১ এবং ২২ এপ্রিল এ পরীৰার তারিখ নির্ধারণ করা হয়েছে। যুক্তিবিদ্যা এবং অর্থনীতি বিষয় থাকা শিৰার্থীরাও সময়সূচীতে চিনত্মিত। পর পর পরীৰার দিন নির্ধারণ করায় উদ্বিঘ্ন বিজ্ঞানের অনেক পরীৰার্থীও। অনেক গুরম্নত্বপূর্ণ পরীৰা কোন বিরতি ছাড়া নির্ধারণ করা হলেও তুলনামূলকভাবে সহজ পরীৰার আগে দু'তিন দিন বিরতি রাখা হয়েছে। এদিকে কেবল শিৰার্থী ও তাদের অভিভাবকরাই নয়, এসএসসি পরীৰার একটি সুন্দর সময়সূচীর পর এই ধরনের একটি সময়সূচী নির্ধারণ করার সমালোচনা করেছেন শিৰা বোর্ড ও অধিদফতরের অনেক কর্মকর্তাও। কিন্তু কেন এমন করা হলো তা নিয়ে কেউ কিছু বলতে পারছেন না। তবে অভিযোগ পাওয়া গেছে, এসএসসি পরীৰায় সময় নিয়ে বিষয়গুলো পর্যালোচনা করে পরীৰার সময় নির্ধারণ করা হলেও এই পরীৰার ৰেত্রে তা করা হয়নি।
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সমস্যার কথা স্বীকার করেন ঢাকা শিৰা বোর্ডসহ সব শিৰা বোর্ডের কর্মকর্তাই। সবার অভিমত, এখনও যেহেতু সময় অনেক বাকি আছে সেহেতু শিৰার্থীদের স্বার্থর্ে সব বিষয় বিবেচনায় নিয়ে দ্রম্নত সময়সূচী পুনর্নির্ধারণ করা উচিত।
জানা গেছে, ঘোষিত সময়সূচী অনুযাযী আগামী ১ এপ্রিল থেকে আটটি সাধারণ, একটি মাদ্রাসা এবং একটি কারিগরি শিৰা বোর্ডের অধীনে শুরম্ন হবে এইচএসসি ও সমমানের পরীৰা। সমপ্রতি বিভিন্ন পত্রিকায় পরীৰার সময়সূচী প্রকাশ হওয়ার পর তা দেখে রীতিমতো ুব্ধ পরীৰার্থীরা। গত কয়েক দিন যাবত দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীৰার্থী ও তাদের অভিভাবকদের অব্যাহত টেলিফোনেই বিষয়টি আলোচনায় এসেছে। বিভিন্ন শিৰা বোর্ডেও অভিভাবকরা তাদের সনত্মানদের স্বার্থে পরীৰার সময়সূচীতে পরিবর্তন আনার দাবি জানাচ্ছেন। পরীৰার্থীদের অভিযোগ সব এসএসসি ও এইচএসসি পরীৰা, এমনকি চলমান এসএসসিতেও পরীৰার মাঝে প্রয়োজনীয় বিরতি রেখে সময়সূচী নির্ধারণ করা হয়েছে। কিন্তু আসন্ন এইচএসসি পরীৰায় শিৰার্থীদের স্বার্থ রৰা করা হয়নি। দীর্ঘদিন বসে পরীৰা নেয়ার চিনত্মা করা হলেও অনেক পরীৰার মাঝে একদিনও বিরতি রাখা হয়নি। এমনকি সকাল-বিকেল পরীৰা নিয়ে দু'দিনে চারটি পরীৰারও তারিখ নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ পরীৰার্থীদের। তাদের ৰোভের পরীৰার্থীরা। গত কয়েক দিন যাবত দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীৰার্থী ও তাদের অভিভাবকদের অব্যাহত টেলিফোনেই বিষয়টি আলোচনায় এসেছে। বিভিন্ন শিৰা বোর্ডেও অভিভাবকরা তাদের সনত্মানদের স্বার্থে পরীৰার সময়সূচীতে পরিবর্তন আনার দাবি জানাচ্ছেন। পরীৰার্থীদের অভিযোগ সব এসএসসি ও এইচএসসি পরীৰা, এমনকি চলমান এসএসসিতেও পরীৰার মাঝে প্রয়োজনীয় বিরতি রেখে সময়সূচী নির্ধারণ করা হয়েছে। কিন্তু আসন্ন এইচএসসি পরীৰায় শিৰার্থীদের স্বার্থ রৰা করা হয়নি। দীর্ঘদিন বসে পরীৰা নেয়ার চিনত্মা করা হলেও অনেক পরীৰার মাঝে একদিনও বিরতি রাখা হয়নি। এমনকি সকাল-বিকেল পরীৰা নিয়ে দু'দিনে চারটি পরীৰারও তারিখ নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ পরীৰার্থীদের। তাদের ৰোভের ব্যাপারে খোঁজ নিয়ে দেখা গেছে, মানবিক বিভাগের অনেক পরীৰার্থীই দু'দিনে চারটি পরীৰার মুখোমুখি হবে। সময়সূচীতে ৪ মে সকালে কম্পিউটার প্রথমপত্র এবং বিকেলে সমাজবিজ্ঞান প্রথমপত্র পরীৰা নির্ধারণ করা হয়েছে। পর দিনই সকালে অনুষ্ঠিত হবে কম্পিউটার দ্বিতীয়পত্র এবং বিকেলে সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র পরীৰা। ব্যবসায় শিৰা শাখায়ও আছে একই সমস্যা। রাজধানীসহ দেশের অনেক খ্যাতমানা শিৰা প্রতিষ্ঠানের শিৰার্থীরাই অভিযোগ করেছে, যারা কম্পিউটার নিয়েছে তাদের কোন বিরতি ছাড়াই পর পর চারদিনে চারটি পরীৰার মুখোমুখি হতে হবে। ২ মে হিসাববিজ্ঞান প্রথমপত্র, ৩ মে হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র, ৪ মে কম্পিউটার প্রথমপত্র এবং ৫ মে কম্পিউটার দ্বিতীয়পত্র পরীৰা নেয়া হচ্ছে। কম্পিউটার নিয়ে শিৰার্থীরা তেমন একটা চিনত্মিত না হলেও হিসাববিজ্ঞানের মতো গুরম্নত্বপূর্ণ পরীৰার আগে কোন বিরতি না থাকার কারণে চিনত্মিত মেধাবী শিৰার্থীরাও। যুক্তিবিদ্যা এবং পৌরনীতি পরীৰা পর পর চারদিন নির্ধারণ করায়ও চিনত্মিত এ সব বিষয় নেয়া শিৰার্থীরা। ১৯, ২০, ২১ এবং ২২ এপ্রিল এ পরীৰার তারিখ নির্ধারণ করা হয়েছে। যুক্তিবিদ্যা এবং অর্থনীতি বিষয় থাকা শিৰার্থীরাও সময়সূচীতে চিনত্মিত। পর পর পরীৰার দিন নির্ধারণ করায় উদ্বিঘ্ন বিজ্ঞানের অনেক পরীৰার্থীও। অনেক গুরম্নত্বপূর্ণ পরীৰা কোন বিরতি ছাড়া নির্ধারণ করা হলেও তুলনামূলকভাবে সহজ পরীৰার আগে দু'তিন দিন বিরতি রাখা হয়েছে। এদিকে কেবল শিৰার্থী ও তাদের অভিভাবকরাই নয়, এসএসসি পরীৰার একটি সুন্দর সময়সূচীর পর এই ধরনের একটি সময়সূচী নির্ধারণ করার সমালোচনা করেছেন শিৰা বোর্ড ও অধিদফতরের অনেক কর্মকর্তাও। কিন্তু কেন এমন করা হলো তা নিয়ে কেউ কিছু বলতে পারছেন না। তবে অভিযোগ পাওয়া গেছে, এসএসসি পরীৰায় সময় নিয়ে বিষয়গুলো পর্যালোচনা করে পরীৰার সময় নির্ধারণ করা হলেও এই পরীৰার ৰেত্রে তা করা হয়নি।
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সমস্যার কথা স্বীকার করেন ঢাকা শিৰা বোর্ডসহ সব শিৰা বোর্ডের কর্মকর্তাই। সবার অভিমত, এখনও যেহেতু সময় অনেক বাকি আছে সেহেতু শিৰার্থীদের স্বার্থর্ে সব বিষয় বিবেচনায় নিয়ে দ্রম্নত সময়সূচী পুনর্নির্ধারণ করা উচিত।
No comments