রসকারণ-মাথায় দ্বিতীয় আঘাত কি হারানো স্মৃতি ফিরিয়ে দেয়? by আব্দুল কাইয়ুম

অনেক নাটক-সিনেমায় দেখা যায় একবার দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে নায়কের স্মৃতি নষ্ট হয়ে যায়, আবার দ্বিতীয় কোনো দুর্ঘটনায় স্মৃতি ফিরে পায়। বাস্তবে এ রকম কখনো হয় না। তাহলে কেন নাটকে এসব দেখায়। এর সম্ভাব্য কারণ হতে পারে এই যে অনেক সময় আমরা দেখেছি, কোনো পুরোনো টেলিভিশন বা ইলেকট্রনিক যন্ত্র অকেজো হয়ে


গেলে একটা ঝাঁকুনি দিয়ে আবার চালু করা যায়। এ রকম হওয়ার কারণ হলো, পুরোনো টেলিভিশনের ভেতরের কোনো তারের সংযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, ঠোকাঠুকি খেয়ে সেটা হয়তো আবার লেগে যায়। কিন্তু মস্তিষ্কের বেলায় সে রকম সম্ভব নয়। কারণ, সাধারণত মাথায় আঘাত পেলে ভেতরে তরল পদার্থ জমে মস্তিষ্কে চাপ দেয়, যে কারণে স্মৃতি নষ্ট হতে পারে। এ জন্য উপযুক্ত চিকিৎসাই সেই আঘাতজনিত ক্ষতি সারাতে পারে। মস্তিষ্কের নিউরনগুলো সংযোগস্থলে খুব দৃঢ়ভাবে একে অপরের সঙ্গে লেগে থাকে। কোনো আঘাতে সেগুলো কখনো এমনভাবে বিচ্ছিন্ন হয় না যে আবার কোনো আঘাতে জোড়া লেগে যাবে।

No comments

Powered by Blogger.