মিয়ানমারে পুলিশ-শিক্ষার্থী হাতাহাতি
মিয়ানমারের মধ্যাঞ্চলে দাঙ্গা পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনী ভেঙে বিক্ষোভস্থল থেকে বেরিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এক সপ্তাহের বেশি সময় ধরে শিক্ষাব্যবস্থার সংস্কারে বিক্ষোভের ডাক দেয়া শিক্ষার্থীদের সেখানে ঘিরে রেখেছে। ঘটনাস্থল থেকে এএফপির এক প্রতিবেদক জানান, দেশটির নয়া শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভস্থল থেকে কাঁটা তারের বেড়া সরিয়ে ফেলে এবং পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার চেষ্টা করে। মিয়ানমার কর্তৃপক্ষ দেশটির প্রধান নগরী ইয়াংগুনে সমাবেশ ভণ্ডুল করে দেয়ার মাত্র কয়েকদিন পর এ ঘটনা ঘটল। শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা কয়েকমাস ধরে বিক্ষোভ করে এলেও শিক্ষার্থীদের একটি গ্র“প বিক্ষোভ করে ইয়াংগুনে যেতে চাইলে পুলিশ লেতপাদান শহরে তাদের থামিয়ে দেয়।
২ মার্চ থেকে প্রায় ১৫০ শিক্ষার্থীকে পুলিশ সেখানে ঘিরে রেখেছে। বিক্ষোভকারীরা মঙ্গলবার এএফপিকে জানায়, শিক্ষার্থীদের শোভাযাত্রা করার সুযোগ দেয়ার বিষয়ে যে ঐকমত্য হয়েছিল সেখান থেকে তারা সরে আসায় শিক্ষার্থীদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। শিক্ষার্থী নান্দা সিত অং জানান, ‘ আমাদের যেতে না দিলে তাহলে আমরা এ বাধা ভেঙে ফেলব।’ তিনি জানান, ‘তারা হয় আমাদের গ্রেফতার করবে, না হয় আমাদের যেতে দিতে হবে।’ তিনি আরও জানান, তাদের এই বিক্ষোভ শান্তিপূর্ণ। গত বছরের সেপ্টেম্বরে একটি ত্র“টিপূর্ণ শিক্ষাবিল পাস করার পর থেকেই এ আন্দোলন শুরু হয়। পাসকৃত আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ চলে যাবে মন্ত্রিপরিষদের একটি বড় অংশের হাতে। তাতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের সিদ্ধান্তগ্রহণ-ক্ষমতা খর্ব হবে। যার প্রভাব পড়তে পারে একাডেমিক সিলেবাসসহ খরচসংক্রান্ত নীতিমালায়। আর ছাত্ররা চাইছেন শিক্ষায়তনের পূর্ণ স্বায়ত্তশাসন। এএফপি।
No comments