দায়িত্ব নিলেন নতুন সেনাপ্রধান
নতুন
সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক
এনডিসি, পিএসসি। দেশের ১৪তম সেনাপ্রধান হিসেবে আগামী তিন বছর তিনি এ
দায়িত্ব পালন করবেন। দায়িত্ব নেয়ার আগে তাকে ‘জেনারেল’ মর্যাদার ব্যাচ
পরানো হয়। ব্যাচ পরানোর অনুষ্ঠানে নবনিযুক্ত সেনাপ্রধানকে শুভেচ্ছা জানান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা সদরে শফিউল
হকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান
জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। এর আগে সকাল সাড়ে নয়টায় ঢাকা সেনানিবাসের শিখা
চিরন্তনে শ্রদ্ধা জানিয়ে বিদায়ী আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি। এরপর সকাল
পৌনে ১০টার দিকে সেনাকুঞ্জে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। ২০১২ সালের ২৫শে
জুন সাবেক সেনাপ্রধান জেনারেল আবদুল মুবীনের কাছ থেকে সেনাপ্রধানের
দায়িত্ব গ্রহণ করেন ইকবাল করিম ভূঁইয়া। ২০১০ সালের মে মাসে তিনি পদোন্নতি
পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এদিকে সেনাপ্রধান হওয়ার আগে শফিউল হক
সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব
পালন করছিলেন। চলতি বছরের ১০ই জুন তিনি পদোন্নতি পান। সেনাপ্রধান হিসেবে
শফিউল হকের নাম প্রকাশ করে ১০ই জুন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট
প্রজ্ঞাপনটি জারি করে। প্রেসিডেন্টের আদেশক্রমে যুগ্ম সচিব আবু বকর সিদ্দিক
স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-১৭৩৮
লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মো. শফিউল হককে ২৫শে জুন ২০১৫ইং তারিখ
অপরাহ্নে জেনারেল পদে পদোন্নতি প্রদান পূর্বক ২৫শে জুন ২০১৮ অপরাহ্ন
পর্যন্ত সেনাবহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো। নতুন সেনাপ্রধান ঢাকা
উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের ভাই। শফিউল হক ও সোমা হক দম্পতি এক
মেয়ে ও এক ছেলের জনক-জননী। শফিউল হকের জন্ম ১৯৫৮ সালে। ১৯৭৮ সালের ১৮ই জুন
তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে সেনাবাহিনীর আর্মার্ড কোরে কমিশন লাভ
করেন। ব্যাচের সেরা ‘অল রাউন্ড ক্যাডেট’ হিসেবে তিনি ‘সোর্ড অব অনার’
পুরস্কারে ভূষিত হন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে ইরাক,
ইথিওপিয়া ও ইরিত্রিয়ায় কাজ করেছেন এ কর্মকর্তা।
No comments