শেয়ারবাজার-বছরের সর্বোচ্চ দরপতন

শেয়ারবাজারে চলতি বছরের এক দিনে মূল্যসূচকের সর্বোচ্চ দরপতন ঘটেছে গতকাল।  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল শেষ কার্যদিবসের তুলনায় ৩০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ১৮৩ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্যসূচক ৭৪৩ পয়েন্ট কমে হয়েছে ১২ হাজার ১৮১ পয়েন্টে।


তালিকাভুক্ত বড় মূলধন ও ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ারেরই বেশি দরপতন ঘটেছে। সে তুলনায় কম মৌলভিত্তি বা দুর্বল মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর দরপতনের হার বা মাত্রা কম ছিল।
গতকাল ঢাকার বাজারে দিন শেষে দাম বাড়ার তালিকায় ছিল মাত্র তিনটি কোম্পানি। তাই দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকাটি অপূর্ণাঙ্গ ছিল। এদিন ডিএসইতে মোট ২৫৯টি কোম্পানির শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৫৪টিরই দাম কমেছে।
তবে ব্যাপক দরপতনের মধ্যেও লেনদেন বেড়েছে ঢাকার বাজারে। দিন শেষে গতকাল ডিএসইতে ২৬১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৭২ কোটি টাকা বেশি।
একইভাবে গতকাল চট্টগ্রামের বাজারে ৩৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা বেশি। তবে সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি কোম্পানির মধ্যে ১৭৮টিরই দাম কমে গেছে। বেড়েছে পাঁচটির।

No comments

Powered by Blogger.