যে খবর নাড়া দেয়-রাজার হস্ত, করে সমস্ত...

ছবিই বলে দিচ্ছে এই মানববন্ধনটা অন্য রকম। চোখে চশমা আঁটা, ‘বুদ্ধিজীবী মতো’ দেখতে মানুষজন নেই। চারপাশে টিভি-ক্যামেরার ভিড় নেই। মানববন্ধনের মানুষগুলো কেউ রাজপথ অথবা শহুরে ফুটপাত দখল করে দাঁড়াননি। তাঁদের পায়ের তলায় অসমান জমি।


ওপরে খোলা আসমান। বাড়ির বউ-ঝি থেকে শুরু করে শ্মশ্রুমণ্ডিত বৃদ্ধ—সবাই আছেন এক কাতারে।
স্রেফ ‘মানবিক’ কারণে নয়, এরা সবাই একাট্টা হয়েছেন জীবিকার একমাত্র অবলম্বন নিজেদের ফসলি জমিটুকু বাঁচাতে।
কতিপয় প্রভাবশালীর প্রভাবের চোটে তাদের প্রিয় তিন ফসলি জমি-জিরাতের কী হাল, সেটা ছবিই বলে দিচ্ছে পরিষ্কার।
ছবির সঙ্গে জুড়ে দেওয়া খবর জানাচ্ছে, এই ছবিটা মানিকগঞ্জের শিবালয় উপজেলার ভাকলা গ্রামের। এই গ্রামের প্রায় ৪০ বিঘা জমির মালিক জনাবিশেক কৃষক পরিবার। এই জমিতে চাষাবাদ করেই তাদের পেট চলে। আঘাতটা এসেছে সেই পেটের ওপরেই। ফসলি জমি থেকে মাটি সরিয়ে বাঁধ দেওয়া হচ্ছে। কৃষকেরা বন্ধ করার চেষ্টা করেছেন। যথারীতি সমাধান মেলেনি। (সূত্র: প্রথম আলো, ২৭ জুন, ২০১২)
পত্রিকায় হররোজ বহুবিধ মানববন্ধনের ছবি দেখি। তবুও এই ছবিটা আলাদা হয়ে চোখে পড়ে। রোজকার চেনা মানববন্ধনে কতটুকু কাজ হয় জানি না। জানি না, মানববন্ধনে আদৌ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে কি না। কিন্তু এই মানববন্ধন সত্যিই হূদয় স্পর্শ করে। ফসলি জমি হারাতে বসা মানুষগুলোর দুঃখ ঠিক অন্তরে বাজে। ভাবনা হয়, কতটা অনন্যোপায় হয়ে দরিদ্র মানুষগুলো দাঁড়িয়েছেন এই অভিনব মানববন্ধনে।
—ইকবাল হোসাইন চৌধুরী

No comments

Powered by Blogger.