অদ্ভুত আইন-বহুবিবাহের আলাপ নিষিদ্ধ by শর্মিলা সিনড্রেলা

জহির রায়হানের হাজার বছর ধরে পড়েছেন তো? মকবুল বুড়ার কথা মনে আছে নিশ্চয়ই? তিন বউ নিয়ে কী বিপদেই না পড়েছিলেন বেচারা! আমাদের দেশের গ্রামীণ জীবন স্পষ্টভাবে উঠে এসেছে পুরো উপন্যাসে। আর এখন তো অনেক শহুরে নারীকেই সহ্য করতে হচ্ছে এসব যন্ত্রণা। পুরুষেরও নিশ্চয়ই এতে সুখপাখিকে ধরা হয়ে ওঠে না।


একজনের একাধিক বিয়ে। ফলে কাকে ছেড়ে কাকে সামলাবে, সেই সিদ্ধান্ত নেওয়াই সমস্যা। তাই ঘর হয়ে উঠছে ঝগড়াঝাঁটি আর অন্যায়ের আখড়া। তো, উপায় কী হতে পারে? বহুবিবাহ নিষিদ্ধ। তাতেও কি কাজ হবে! তাই কেবল বহুবিবাহই নয়; বরং বহুবিবাহ নিয়ে আলোচনাও নিষিদ্ধ করতে হবে। তাহলেই হয়তো একসময় নিশ্চিহ্ন হবে যাবে বিষয়টি। আর সেটি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে। তা-ও আবার আইন করে। সেখানে বহুবিবাহ অন্যায়। সঙ্গে সঙ্গে বহুবিবাহের উৎপত্তি, মতবাদ বা মূলনীতি নিয়ে কারও সঙ্গে আলোচনা করাও অন্যায়। বলতে গেলে, বহুবিবাহ শব্দটাই নিষিদ্ধ। কেননা, এসব আলোচনা যদি বহুবিবাহ প্রসারিত করে। তার পরও যদি ভুল করে কেউ আলোচনা করে, তাহলে আলোচনাকারীকে গুনতে হবে সর্বোচ্চ ৫০০ ডলারের জরিমানা বা ছয় মাসের জেল। আর সর্বনিম্ন সাজা হলো ২৫ ডলার বা এক মাসের জেল। আবার কখনো কখনো জেল ও জরিমানা দুটোই ভোগ করতে হতে পারে শাস্তি হিসেবে। তাই মিসিসিপিতে বহুবিবাহ নিয়ে আলোচনা ভুল করেও করবেন না।

No comments

Powered by Blogger.