নতুন জোট যুক্তফ্রন্ট
সাবেক
রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা
চৌধুরীকে চেয়ারম্যান করে চারটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠন করা হয়েছে
‘যুক্তফ্রন্ট’ নামে একটি রাজনৈতিক জোট। দলগুলো হলো- বিকল্প ধারা, জেএসডি,
কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্য। সোমবার রাতে জেএসডি সভাপতি আ স ম
আবদুর রবের বাসায় এই জোটের ঘোষণা দেয়া হয়। তবে এই জোটে ড. কামাল হোসেনের
নেতৃত্বাধীন গণফোরাম নেই। জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এ তথ্য
নিশ্চিত করেন। বাংলা ট্রিবিউন। জোট গঠনের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক বি.
চৌধুরী বলেন, ‘দীর্ঘ দিন ধরেই চেষ্টা করছি। এই জোট চারদলীয় বা পাঁচদলীয়
কোনো জোট হবে না। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা জনগণের ভাগ্য
পরিবর্তনে বিশ্বাস করেন, তাদের সবাইকে আমরা আহ্বান করব।’ যুক্তফ্রন্টের
নতুন চেয়ারম্যান আরো বলেন, ‘সবার জন্য এই জোটের দুয়ার খোলা। এটা কোনো
লিমিটেড দলের জোট নয়। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের স্বার্থে জোট
করেছি। যেন গ্রামের মানুষের উন্নয়ন হয়, তারা যেন খেতে পায়, পরতে পারে,
গণতন্ত্রকে গ্রাম পর্যন্ত বিস্তৃত হয় ও দেশে যেন সত্যিকারার্থে একটি
শান্তিপূর্ণ বাংলাদেশ হয়, এটাই আমাদের টার্গেট।’ এক প্রশ্নের উত্তরে বি.
চৌধুরী জানান, ‘ড. কামাল হোসেন বলেছেন, নিজস্ব কিছু পদ্ধতি তাদের আছে। তারা
বলেছেন, এই মুহূর্তে আপনাদের সাথে নেই। তবে তারা বলেছেন, আপনাদের
সভা-সেমিনার হলে আমন্ত্রণ জানালে আমরা থাকব।’ জোটের পক্ষ থেকে ডিএনসিসি
নির্বাচনে প্রার্থী দেয়া হবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, এসব এখন বইলেন
না, লোকে খারাপ ভাববে। জানতে চাইলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান
মান্না বলেন, ‘ড. কামাল হোসেন বলেছেন, তিনি কোনো জোটে থাকবেন না। তাই
গণফোরামকে এই জোটে রাখা হয়নি। তিনি বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন।’ জেএসডি
সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন জানান, ‘এর আগে জেএসডি সভাপতি আ স ম আবদুর
রবের বাসায় বৈঠকে বসেন ছোট চারটি দলের শীর্ষ নেতারা। তৃতীয় একটি জোট গঠনের
লক্ষ্যে এই ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই এ বৈঠক হয়। সোমবার রাত সাড়ে ৮টা
থেকে বৈঠক শুরু হয় রবের উত্তরার বাসায়।’
তিনি আরো বলেন, ‘বৈঠকটি জোট গঠনের
ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিতে রবের বাসায়
পৌঁছেন বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের
সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান
মান্না। এ ছাড়া আ স ম রব ও আবদুল মালেক রতন উপস্থিত ছিলেন বৈঠকে।’ এ বিষয়ে
জানতে চেয়ে যোগাযোগ করা হলে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন,
‘আমরা এই জোটে নেই। জোট গঠন করা হয়েছে, এটি খুব ভালো খবর। আশা করি
ভবিষ্যতে আরো বড় জোট হবে।’ রাতে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বি. চৌধুরী
বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাচন নিশ্চিতকরণ ও নানা সঙ্কটের
সমাধানের লক্ষ্যে নতুন জোট গঠিত হয়েছে।’ আবদুল মালেক রতন জানান, ‘এক বা দুই
সপ্তাহ পর সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জোটের আত্মপ্রকাশ
অনুষ্ঠান হবে।’ এই সময়ের মধ্যে জোটের কাঠামো, কর্মসূচি ঠিক করা হবে বলেও
জানান তিনি। এ দিকে মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘নতুন জোট গঠন করায় বি.
চৌধুরী ও আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর।’
No comments