যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞামুক্ত নিউজিল্যান্ডের যুদ্ধজাহাজ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ও কোস্টগার্ড পরিচালিত বন্দর ও ঘাঁটিগুলোতে নিউজিল্যান্ডের যুদ্ধজাহাজ নোঙরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা নিউজিল্যান্ড সফরকালে গতকাল শুক্রবার এই ঘোষণা দিয়েছেন।


গত ২৬ বছরের মধ্যে কোনো পেন্টাগনের প্রধানের প্রথম নিউজিল্যান্ড সফর এটি।
প্রায় এক সপ্তাহের এশিয়া সফরের শেষ পর্যায়ে গতকাল শুক্রবার নিউজিল্যান্ডে পৌঁছান লিওন প্যানেটা। এর আগে তিনি জাপান ও চীন সফর করেন। সামরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনার জন্যই নিউজিল্যান্ডে গেছেন তিনি। গতকাল নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে প্রতিরক্ষামন্ত্রী জোনাথন কোলম্যানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন প্যানেটা। সেখানেই তিনি মার্কিন প্রতিরক্ষা বিভাগ ও কোস্টগার্ড পরিচালিত বন্দরগুলোতে নিউজিল্যান্ডের নৌবাহিনীর জাহাজ নোঙর করা সংক্রান্ত নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার ঘোষণা দেন। ১৯৮৬ সালে আনজুস (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সামরিক জোট) চুক্তি বাতিলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা জারি করেছিল। নিউজিল্যান্ড তার নিয়ন্ত্রণাধীন এলাকাকে পরমাণু অস্ত্রমুক্ত ঘোষণা করার পরপরই মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের পরও নিউজিল্যান্ড নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন পরমাণু অস্ত্রবাহী জাহাজ প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বলবৎ আছে। ২০০৩ সালে আফগানিস্তানে সেনা পাঠানোর পর থেকে নিউজিল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বরফ গলতে শুরু করে। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.