'পশ্চিমবঙ্গে এক ধরনের গুণ্ডামি চলছে'
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর এলাকায় চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল এম কে নারায়ণন। তিনি এ ধরনের আচরণকে 'গুণ্ডামি' বলে অভিহিত করেছেন।
কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে গত বুধবার সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নারায়ণন এ কথা বলেন। তবে রাজ্যপালের বক্তব্যকে নাচক করে একে 'অরাজনৈতিক' বলে অভিহিত করেছে তৃণমূল কংগ্রেস।
রাজ্যের সাবেক ভূমি ও ভূমি সংস্কার বিষয়ক মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লার ওপর হামলার পরিপ্রেক্ষিতে গত দুই-তিন দিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনায় সহিংসতা দেখা দেয়। এ প্রসঙ্গে নারায়ণন বলেন, "রাজ্যজুড়ে যা চলছে তা এক ধরনের 'গুণ্ডামি'। এটা রাজনৈতিক অপসংস্কৃতি ছাড়া কিছুই নয়। আমি আমার অবস্থান স্পষ্ট করতে চাই। গত দুই-তিন দিন ধরে পশ্চিমবঙ্গে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। ওই এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব প্রশাসনের। এসব ঘটনায় যে-ই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।' তিনি আরো বলেন, 'পুলিশের ভূমিকা যতটা সম্ভব নিরপেক্ষ হওয়া উচিত। বাংলার মতো একটি রাজ্যের এমন সহিংস আচরণ মেনে নেওয়া ঠিক হবে না।' সহিংসতা বন্ধে রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে কেন তিনি বলছেন না_এ প্রশ্নের জবাবে তিনি জানান, রাজ্যপাল হিসেবে তিনি সরকারের অংশ। নিজের ক্ষমতার সীমাবদ্ধতার দিকটি উল্লেখ করে তিনি বলেন, 'আমি কিভাবে রাজ্য সরকারকে এ কথা বলব?'
কলকাতা থেকে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক জানান, রাজ্যপালের বক্তব্যের বিষয়ে গতকাল বৃহস্পতিবার মহাকরণের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, 'তাঁর (রাজ্যপাল) এ বক্তব্য মোটেও রাজ্যপালসুলভ নয়, এটা রাজনৈতিক।'
রাজ্যের সাবেক ভূমি ও ভূমি সংস্কার বিষয়ক মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লার ওপর হামলার পরিপ্রেক্ষিতে গত দুই-তিন দিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনায় সহিংসতা দেখা দেয়। এ প্রসঙ্গে নারায়ণন বলেন, "রাজ্যজুড়ে যা চলছে তা এক ধরনের 'গুণ্ডামি'। এটা রাজনৈতিক অপসংস্কৃতি ছাড়া কিছুই নয়। আমি আমার অবস্থান স্পষ্ট করতে চাই। গত দুই-তিন দিন ধরে পশ্চিমবঙ্গে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। ওই এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব প্রশাসনের। এসব ঘটনায় যে-ই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।' তিনি আরো বলেন, 'পুলিশের ভূমিকা যতটা সম্ভব নিরপেক্ষ হওয়া উচিত। বাংলার মতো একটি রাজ্যের এমন সহিংস আচরণ মেনে নেওয়া ঠিক হবে না।' সহিংসতা বন্ধে রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে কেন তিনি বলছেন না_এ প্রশ্নের জবাবে তিনি জানান, রাজ্যপাল হিসেবে তিনি সরকারের অংশ। নিজের ক্ষমতার সীমাবদ্ধতার দিকটি উল্লেখ করে তিনি বলেন, 'আমি কিভাবে রাজ্য সরকারকে এ কথা বলব?'
কলকাতা থেকে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক জানান, রাজ্যপালের বক্তব্যের বিষয়ে গতকাল বৃহস্পতিবার মহাকরণের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, 'তাঁর (রাজ্যপাল) এ বক্তব্য মোটেও রাজ্যপালসুলভ নয়, এটা রাজনৈতিক।'
No comments