অন্তঃসত্ত্বাদের সতর্কতা

ব্রাজিলে অন্তঃসত্ত্বা নারীদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, তারা যেন কাউকে চুমু দেয়ার আগে দু’বার ভাবেন। সতর্ক করা হয়েছে পুরুষদেরও। বলা হয়েছে, অন্তঃসত্ত্বা কোন নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তারা যেন অবশ্যই নিরাপদ সম্পর্কের বিষয়ে নিশ্চিত হন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। জিকা ভাইরাসের কারণে শিশুর জন্ম হয় অপরিপূর্ণভাবে। এ জন্য এ ভাইরাসের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা অনেক দেশকে গর্ভপাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ বলেছে, যেসব পুরুষ জিকা ভাইরাস কবলিত এলাকা সফর করেছেন তারা যেন অন্তঃসত্ত্বা নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের আগে অবশ্যই নিরাপত্তামুলক ব্যবস্থা নেন। ওদিকে কলম্বোর স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুরলিাইন-বেরে সিনড্রোমে সেখানে মারা গিয়েছেন ৩ জন। দেশটির জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক মারথা লুসিয়া ওসপিনা বলেন, ওই তিন ব্যক্তিই জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ব্রাজিলের রিও ডি জেনিরোতে গবেষণা প্রতিষ্ঠান ফিওক্রুজের সভাপতি পাওলো গাদেলহা সংবাদ সম্মেলনে বলেন, বিজ্ঞানীরা মানুষের থুথু (স্যালাইভা) ও মুত্রে জিকা ভাইরাস পেয়েছেন। এতে এই দুটি মাধ্যম থেকে অন্যের দেহে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ জন্য তিনি অন্তঃসত্ত্বা নারীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে একান্ত সঙ্গী ছাড়া কাউকে চুমু না দিতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এমন এক সময়ে এ সতর্কবার্তা দেয়া হলো যখন ব্রাজিলে ৫ দিনব্যাপী বাচ্চানালিয়া কার্নিভাল শুরু হতে যাচ্ছে। এ উৎসবে বিরতিহীনভাবে লাখ লাখ মানুষ অংশ নিয়ে মদ পান করেন। পার্টি চলে, যেখানে একে অন্যকে চুমু দিয়ে উল্লাস প্রকাশ করেন। তবে এক্ষেত্রে তিনি সবাইকে বিরত থাকতে বলেন নি। গাদেলহা বলেছেন, এ সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে অন্তঃসত্ত্বাদের। গাদেলহা আরও বলেন, এডিস এইগপিটি মশারা শুধু ডেঙ্গু ছড়ায় না। একই সঙ্গে তারা হলুদ জ্বরের জন্যও দায়ী। এই মশা-ই হলো জিকা ভাইরাসের মূল বাহক। তাই এই মশা নির্বংশ করা হবে শীর্ষ অগ্রাধিকার।

No comments

Powered by Blogger.