নিঃশঙ্ক পথিক রণেশ মৈত্র by মো. তহিরম্নল ইসলাম
৭৭তম জন্মদিন উপলৰে প্রখ্যাত রাজনীতিক-সাংবাদিক রণেশ মৈত্রের ওপর নানা গুণীজনের নানা দৃষ্টিভঙ্গিতে ৭৮টি লেখা নিয়ে প্রকাশিত হয়েছে 'নিঃশঙ্ক পথিক রণেশ মৈত্র : সাতাত্তরতম জন্মদিনের স্মারক' শীর্ষক বইটি।
আমাদের ঐতিহ্য হলো কোন বিশিষ্টজন পরলোকগমন করার পর পারিবারিক বা সামাজিক উদ্যোগে তাঁকে নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ করা। এর ব্যতিক্রম খুব সামান্য। সেই ব্যতিক্রম জনদেরই একজন শ্রদ্ধেয় রণেশ মৈত্র, যাঁকে নিয়ে বইটি লেখা। এখানে সনি্নবেশিত লেখাগুলো পাঠের মাধ্যমে পাঠক রণেশ মৈত্রের জীবন ও তাঁর বহুমাত্রিকতা সম্পর্কে জানার সুযোগ পাবেন এক মলাটের ভেতরে। বহু প্রতিকূলতা অতিক্রম করে, সকল বাধা বিপত্তি হাসিমুখে বরণ করে কিভাবে মাতৃভূমিকে ভালবাসতে হয়, কিভাবে জনগণের জন্য, জনগণের স্বার্থে রাজনীতি করতে হয়, কিভাবে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হয়, কিভাবে ছাত্র-যুব আন্দোলন জাতীয় স্বার্থে গড়ে তুলে একের পর এক বিজয় ছিনিয়ে আনতে হয়, কিভাবে কারাজীবনকেও শিৰাজীবনে পরিণত করা যায়_ রণেশ মৈত্রের জীবন নিয়ে লেখাগুলোর মাধ্যমে তার প্রায় সবই শ্রদ্ধেয় লেখকগণ বইটিতে তুলে ধরেছেন। একজন মানুষের জীবনের বিকাশ ও পূর্ণতার ভেতরেই সঞ্চিত হয় তাঁর অমর কীর্তিগাথা। এ তো সহসা প্রাপ্তির কোন বিষয় নয়_একে অর্জর্ন করতে হয় অনেক আত্মত্যাগের অগি্নপরীৰা দিয়ে, অর্জন করতে হয় দুঃখের হলাহল পান করে নীলকণ্ঠ হয়ে। আমাদের সমাজে পরোপকারের জন্য এমন আত্মত্যাগী মানুষ বড় একটা সুলভ নয়। এমন হাতে গোনা মানুষের মধ্যে পাবনার মতো মফস্বল শহরের একজন মানুষের নাম শ্রী রণেশ মৈত্র। রণেশ মৈত্রের ৭৭তম জন্মদিন উদযাপন উপলৰে তাঁর সনত্মানদের উদ্যোগে প্রকাশ পেয়েছে এই স্মারকগ্রন্থ। এখানে প্রকাশিত লেখাগুলোর ভেতরে রণেশ মৈত্রের জীবন ভাবনার অনেক খ- খ- রেখাচিত্র, খ- খ- অলপনা উঠে এসেছে। নানা লেখকের কলমের অাঁচড়ে, নানা মনের খ- খ- অনুভবের রেখাজালে এই গ্রন্থখানি হয়ে উঠেছে একটি অখ- মর্মর ছবি। গ্রন্থটি সম্পাদনা করেছেন কামাল লোহানী। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী অশোক কর্মকার।
No comments