ব্যাংকের পরিচালক হতে হলে সিআইবি'র রিপোর্ট উপস্থাপন করতে হবে
অর্থনৈতিক রিপোর্টার ব্যাংকের পরিচালক হতে হলে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন বু্যরোর (সিআইবি) হালনাগাদ রিপোর্ট উপস্থাপন করতে হবে।
সাকর্ুলারে বলা হয়েছে, বিআরপিডি সাকর্ুলার নং-১১/২০০৭-এ বর্ণিত পরিচালক নিয়োগের যোগ্যতা ও উপযুক্ততা নিশ্চিতকল্পে পরিচালক নিয়োগ/পুনর্নিয়োগের আগে মনোনীত ব্যক্তি ঋণখেলাপী কি না তা বাংলাদেশ ব্যাংকের সিআইবির হালনাগাদ রিপোর্টের মাধ্যমে যাচাই করতে হবে। উলিস্নখিত সাকর্ুলারের 'পরিশিষ্ট-ক' অনুযায়ী প্রদত্ত ঘোষণাপত্রের সঙ্গে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কতর্ৃক সত্যায়িত হালনাগাদ সিআইবি রিপোর্ট এবং পরিচালকদের হালনাগাদ তালিকাও সংযুক্ত করার জন্য ব্যাংকসমূহকে বলা হয়েছে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি কিছু কিছু ব্যাংকের পরিচালকরা বাংলাদেশ ব্যাংকের আইন অমান্য করে পরিচালক হয়েছেন। তবে এ সব বিষয় খতিয়ে দেখে কেন্দ্রীয় ব্যাংক সংশিস্নষ্ট ব্যাংকের পরিচালকদের চিঠি দিয়েছে। ওই চিঠির পর অধিকাংশ অভিযুক্ত স্বেচ্চায় পরিচালক পদ থেকে পদত্যাগও করেছেন। তবে এনসিসিবিএলের পরিচালক হারম্নন উর রশিদ, মোসত্মাফিজুর রহমান এবং ইয়াসমিন কামাল খান বাংলাদেশ ব্যাংকের চিঠির বিরম্নদ্ধে হাইকোর্টে মামলা করেছেন। এর প্রেৰিতে বাংলাদেশ ব্যাংক পুনরায় পরিচালক হওয়ার বিষয়ে কঠোর বিধি জারি করেছে। যাতে করে পরিচালক নিয়োগের বিষয়ে কোন ধরনের ফাঁকফোকর না থাকে।
No comments