কে ভাঙবে টেন্ডুলকারের রেকর্ড
শচীন টেন্ডুলকারের শত সেঞ্চুরির রেকর্ড কি আদৌ ভাঙবে? ভবিষ্যতের কোনো ব্যাটসম্যানের জন্য এই মাইলফলক ছোঁয়াটা কতটা কঠিন? টেন্ডুলকার ঢাকায় শততম আন্তর্জাতিক সেঞ্চুরি পাওয়ার পর থেকেই ক্রিকেট-বিশ্বে ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছে এসব প্রশ্ন।
ক্রিকেটের সাবেক ও বর্তমান তারকারা টেন্ডুলকারের প্রশংসায় ভেসে মনে করিয়ে দিচ্ছেন সেঞ্চুরির সেঞ্চুরি করা কতটা কঠিন। এবার সেই দলে যোগ দিলেন সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট।
এখন আইপিএল খেলতে ভারতে আছেন এই অস্ট্রেলিয়ান। কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ কাম অধিনায়ক গিলক্রিস্টের মতে শচীন টেন্ডুলকারে সঙ্গে বাকিদের পার্থক্য এতটাই বেশি যে অন্য কারও ১০০ সেঞ্চুরি কাছাকাছি যাওয়াটাই তাঁর কাছে একরকম অসম্ভব মনে হয়। উদাহরণ হিসেবে টেনেছেন মাত্রই ওয়ানডে থেকে অবসর নেওয়া রিকি পন্টিংকে। স্পষ্ট করে বলেছেন দুজনের ২৯টি সেঞ্চুরির পার্থক্যের কথা।
দলের সঙ্গে মোহালিতে থাকা গিলি গতকাল এক সাক্ষাৎকারে এই পার্থক্যের কথা উল্লেখ করে বলেছেন, ‘তাঁর ও বাকিদের মধ্যে পার্থক্যটাই বলে দিচ্ছে টেন্ডুলকারের অর্জনটা কত বড়। সে অনেক অনেক এগিয়ে। এই রেকর্ড কখনো অন্য কেউ ভাঙতে পারবে কি না, সেটা নিয়ে আমি আসলেই সন্দিহান।’
শুধু রেকর্ড নয়, টেন্ডুলকারই গিলক্রিস্টের কাছে অনন্য ও অসামান্য আরেকটা কারণে, ‘২২ বছর ধরে একই রকম ঐকান্তিকতা নিয়ে খেলে যাচ্ছে সে। এটাই প্রমাণ করে টেন্ডুলকার কত বড় মাপের খেলোয়াড়।’
অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক বিশ্বকাপজয়ী দলের সদস্য কথা বলেছেন ভারতের ভবিষ্যৎ নিয়েও। রাহুল দ্রাবিড় অবসরে গেছেন। টেন্ডুলকারের পাশাপাশি এখনো খেলে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। কিন্তু এরা তো আর সারা জীবন ধরে খেলবেন না। অস্ট্রেলিয়ায় নিজেদের অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘টেন্ডুলকার চলে গেলে বিশাল এক শূন্যতার সৃষ্টি হবে। আমাদেরও এই পর্যায়টা অতিক্রম করতে হয়েছে। তবে সমর্থকদের ধৈর্য না ধরলে চলবে না।’
ভারতে প্রতিভার অভাব নেই বলেই মনে করেন গিলি। তাই শূন্যতাও হবে ক্ষণস্থায়ী। বিরাট কোহলিকে খুবই মনে ধরেছে ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা বিস্ফোরক ব্যাটসম্যানের, ‘এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হচ্ছে সে।’ ওয়েবসাইট।
এখন আইপিএল খেলতে ভারতে আছেন এই অস্ট্রেলিয়ান। কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ কাম অধিনায়ক গিলক্রিস্টের মতে শচীন টেন্ডুলকারে সঙ্গে বাকিদের পার্থক্য এতটাই বেশি যে অন্য কারও ১০০ সেঞ্চুরি কাছাকাছি যাওয়াটাই তাঁর কাছে একরকম অসম্ভব মনে হয়। উদাহরণ হিসেবে টেনেছেন মাত্রই ওয়ানডে থেকে অবসর নেওয়া রিকি পন্টিংকে। স্পষ্ট করে বলেছেন দুজনের ২৯টি সেঞ্চুরির পার্থক্যের কথা।
দলের সঙ্গে মোহালিতে থাকা গিলি গতকাল এক সাক্ষাৎকারে এই পার্থক্যের কথা উল্লেখ করে বলেছেন, ‘তাঁর ও বাকিদের মধ্যে পার্থক্যটাই বলে দিচ্ছে টেন্ডুলকারের অর্জনটা কত বড়। সে অনেক অনেক এগিয়ে। এই রেকর্ড কখনো অন্য কেউ ভাঙতে পারবে কি না, সেটা নিয়ে আমি আসলেই সন্দিহান।’
শুধু রেকর্ড নয়, টেন্ডুলকারই গিলক্রিস্টের কাছে অনন্য ও অসামান্য আরেকটা কারণে, ‘২২ বছর ধরে একই রকম ঐকান্তিকতা নিয়ে খেলে যাচ্ছে সে। এটাই প্রমাণ করে টেন্ডুলকার কত বড় মাপের খেলোয়াড়।’
অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক বিশ্বকাপজয়ী দলের সদস্য কথা বলেছেন ভারতের ভবিষ্যৎ নিয়েও। রাহুল দ্রাবিড় অবসরে গেছেন। টেন্ডুলকারের পাশাপাশি এখনো খেলে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। কিন্তু এরা তো আর সারা জীবন ধরে খেলবেন না। অস্ট্রেলিয়ায় নিজেদের অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘টেন্ডুলকার চলে গেলে বিশাল এক শূন্যতার সৃষ্টি হবে। আমাদেরও এই পর্যায়টা অতিক্রম করতে হয়েছে। তবে সমর্থকদের ধৈর্য না ধরলে চলবে না।’
ভারতে প্রতিভার অভাব নেই বলেই মনে করেন গিলি। তাই শূন্যতাও হবে ক্ষণস্থায়ী। বিরাট কোহলিকে খুবই মনে ধরেছে ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা বিস্ফোরক ব্যাটসম্যানের, ‘এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হচ্ছে সে।’ ওয়েবসাইট।
No comments