১৫ বছরেই নতুন গ্রহ আবিষ্কার
মাত্র ১৫ বছর বয়সে নতুন গ্রহ আবিষ্কার করে শোরগোল ফেলে দিয়েছে ইংল্যান্ডের কিল বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন টম ওয়্যাগ। নয়া গ্রহের নাম খুঁজতে প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিল বিশ্ববিদ্যালয়ে কর্ম অভিজ্ঞতা অর্জনের ক্লাস করতে গিয়ে আস্ত একটি গ্রহই খুঁজে বের করেছিল ব্রিটিশ কিশোর টম ওয়্যাগ। দু’বছর পর তার আবিষ্কারকে স্বীকৃতি দিয়েছে জিনিভা ও লিজ বিশ্ববিদ্যালয়। মাপ ও ভরের প্রয়োজনীয় মানদণ্ড বজায় থাকার কারণে ভিন্ন সৌরমণ্ডলের গ্রহ পর্যায়ভুক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টম জানিয়েছে,
কিল বিশ্ববিদ্যালয়ের ওয়াস্প প্রকল্প (ওয়াইড অ্যাঙ্গেল সার্চ ফর প্ল্যানেটস) মারফত পাওয়া সব তথ্য তল্লাশি করেই নতুন গ্রহের খোঁজ পাওয়া যায়। রাতের আকাশে লাখ-কোটি তারা, গ্রহ, উপগ্রহ ও অন্যান্য মহাজাগতিক চরিত্র স্ক্যান করে ওয়াস্প। সেই ছবি খুঁটিয়ে পরীক্ষা করতে গিয়ে তার নজর পড়ে প্রায় ১০০০ আলোক বর্ষ দূরত্বের এক নক্ষত্রের আলো সেকেন্ডে কয়েক হাজার ভগ্নাংশ সময়ের জন্য স্তিমিত হচ্ছে। অর্থাৎ তারার আলো আড়াল করেছে তার সামনে চলমান কোনো বস্তু। লক্ষণ দেখে গ্রহের অস্তিত্বের সম্ভাবনা সম্পর্কে সন্দিহান হয় সে। খোঁজ নিয়ে জানা যায়, এর আগে আর কারও চোখে বিষয়টি ধরা পড়েনি। বিস্তারিত খোঁজ নিয়ে জানা যায়, টমের আবিষ্কৃত গ্রহটির মাপ বৃহস্পতির কাছাকাছি। মাত্র দু’দিনে সংশ্লিষ্ট কেন্দ্রের নক্ষত্রকে প্রদক্ষিণ করে এই গ্রহ। আপাতত বেনামি গ্রহটিকে ওয়াস্প-১৪২বি নামে চিহ্নিত করা হয়েছে। তবে তার নামকরণের জন্য কিছু দিনের মধ্যে এক প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে কিল বিশ্ববিদ্যালয়। স্বভাবতই গোটা বিষয় নিয়ে উত্তেজিত টম। এক সাক্ষাৎকারে সে জানিয়েছে, ‘এত দূরের নতুন এক গ্রহ খুঁজে পেয়ে আমি খুব উত্তেজিত।’
No comments