পৃথিবীতে বসবাসের উপযুক্ত সেরা ১০ শহর (ফটোস্টোরি)

বসবাসের উপযুক্ত শহরে ভ্রমণপ্রেমীরা ঘুরে আনন্দ পায়। এসব জায়গার প্রতি তাদের আকর্ষণ থাকে একটু বেশি। ব্রিটিশ গবেষণা ও বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের দৃষ্টিতে ২০১৯ সালে বসবাসের উপযুক্ত সেরা ১০ শহরের তালিকা প্রকাশিত হয়েছে। গতবারের মতোই এতে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
সামাজিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও পরিকাঠামো আর স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দিয়ে তালিকাটি তৈরি হয়েছে। সেরা দশে অস্ট্রেলিয়া ও কানাডার তিনটি করে শহর আছে। এছাড়া জাপানের দুটি আর অস্ট্রিয়া ও ডেনমার্কের একটি করে শহর রয়েছে। ছবিতে দেখা যাক সেরা ১০টি শহর।
১০. অ্যাডিলেড
বিশ্বে বসবাসের উপযুক্ত সেরা ১০ শহরের মধ্যে সবার নিচে আছে দক্ষিণ অস্ট্রেলিয়ার শহরটি। গতবারও এটি ছিল একই অবস্থানে। 
৯. কোপেনেহেগেন
তালিকার সেরা দশে স্থান পেয়েছে ইউরোপের দুটি শহর। এর মধ্যে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এবারও আছে ৯ নম্বরে। শহরটির ভেস্টারব্রো এলাকা পর্যটকদের মধ্যে জনপ্রিয়। এখানকার স্যান্ডউইচ অতুলনীয়।
৮. টোকিও

জাপানের রাজধানী টোকিওকে বলা হয় ভবিষ্যতের শহর। এটি আছে বসবাসের উপযুক্ত শীর্ষ ১০ শহরের তালিকায় ৮ নম্বরে।
৭. টরন্টো
কানাডার সবচেয়ে জনবহুল শহর টরন্টো। এটি আছে সাত নম্বরে।
৬. ভ্যানক্যুভার
প্রশান্ত মহাসাগর ঘেঁষে থাকা কানাডার ভ্যানক্যুভার গতবারের মতোই আছে ছয় নম্বরে।
৫. ক্যালগ্যারি

কানাডার আলবার্তা প্রদেশের শহর ক্যালগ্যারি এবারের র‌্যাংকিংয়ে চার থেকে নেমে গেছে পাঁচে।
৪. ওসাকা
জাপানের ওসাকা শহরের বাসিন্দা ১ কোটি ৯০ লাখ। তালিকায় তিন নম্বর থেকে এটি নেমেছে চারে।
৩. সিডনিপর্যটকদের কাছে অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় শহর সিডনি। অপেরা হাউসের মতো কিছু দর্শনীয় স্থাপনা রয়েছে এখানে। বসবাসের জন্য উপযুক্ত শহরের র‌্যাংকিংয়ে পাঁচ থেকে তিনে উঠে এসেছে সিডনি।
২. মেলবোর্ন

গতবারের মতোই তালিকার দুই নম্বরে আছে অস্ট্রেলিয়ার আরেক শহর মেলবোর্ন। ২০১৭ সাল পর্যন্ত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তালিকায় শীর্ষে ছিল এটি।
১. ভিয়েনা

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের দৃষ্টিতে ২০১৯ সালে বিশ্বে বসবাসের সবচয়ে উপযুক্ত শহর নির্বাচিত হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। গতবার এটি ছিল এক নম্বরে। আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে অনেকে স্থায়ী হতে ভিয়েনায় পাড়ি জমায়। জাঁকালো স্থাপত্য, সবুজের সমারোহ ও ঐতিহ্যবাহী কফি শপের সুবাদে শহরটির খ্যাতি দুনিয়াজোড়া। 


No comments

Powered by Blogger.