ফরিদগঞ্জে ব্যাংকসহ ৭ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড
ফরিদগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কেন্টাইল ব্যাংক ফরিদগঞ্জ শাখা। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল দুপুর ১২টার দিকে বাজারের কেরোয়া ব্রিজ সংলগ্ন মার্কেটের একটি লেপ-তোষকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের শিখা দেখে খবর পাঠানো হয় চাঁদপুর জেলা সদরে অবস্থিত ফায়ার সার্ভিসে। চতুর্দিক থেকে ব্যবসায়ী ও পথচারীরাও ছুটে যান। কয়েক শ’ মানুষের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুনের তীব্রতা কমে আসে। চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা না গেলেও সেখানে একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পার্শ্ববর্তী মার্কেন্টাইল ব্যাংক ফরিদগঞ্জ শাখার। ব্যাংকের বাইরে থাকা ৮০ লাখ টাকা মূল্যের সার্ভার মেশিন, ৫টি এসি, সাইনবোর্ড ও গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যাংকের এক স্টাফ জানিয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো কালু মিয়ার লেপ-তোষকের দোকান, রিপনের সেলুন, টেলু মিয়া ও জামাল হোসেনের মুদি দোকান, নাছির হোসেনের কনফেকশনারি, তাহের মিয়ার মোবাইল ফোন ও রুস্তম আলীর সার ও কীটনাশকের দোকান। চাঁদপুর সদর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেছেন, আমরা সাধ্যমত দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছতে চেষ্টা করেছি।
No comments