১২ হাজার ভোটারের তথ্য গায়েব
জাতীয় পরিচয় নিবন্ধন অণু বিভাগের
তথ্যভান্ডার থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১২ হাজার ৮২৫ জন ভোটারের
তথ্য গায়েব হয়ে গেছে। ওই ভোটারদের পূরণ করা পুরোনো তথ্য ফরম থেকে তথ্য নিয়ে
আবার তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করা হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব
মোহাম্মদ সাদিক বলেছেন, বিষয়টি উদ্বেগজনক নয়। হারিয়ে যাওয়া এসব তথ্য
ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তবে তথ্য হারানোর বিষয়ে কিছু জানেন না বলে
জানিয়েছেন নিবন্ধন অণু বিভাগের মহাপরিচালক (ডিজি) কর্নেল সুলতানুজ্জামান
মো. সালেউদ্দিন।
সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে, পুরোনো ভোটার তথ্য নতুন করে তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করার কাজ শেষ হয়েছে গত রোববার। এরপর ভোটারদের ছবি বসানোর কাজ শুরু হয়েছে। কাজটি করতে গিয়ে নিবন্ধন অণু বিভাগ আগারগাঁওয়ের নিজস্ব দপ্তরে বাইরের লোকজনের যাতায়াত, এমনকি নিজস্ব কর্মকর্তাদের গতিবিধির ওপরও কড়াকড়ি আরোপ করেছে। অনেকটা কঠোর নিরাপত্তায় তাঁরা নতুন তথ্য অন্তর্ভুক্ত করার কাজ করছেন। ভোটারদের পূরণ করা তথ্য ফরম সব সময়ের জন্য সংরক্ষণ করা সম্ভব নয়। যেসব ভোটারের তথ্য গায়েব হয়েছে, তাঁদের তথ্য ফরম সংরক্ষিত না থাকলে সংশ্লিষ্ট এলাকার ভোটার তথ্য ফিরে পাওয়া সম্ভব ছিল না। সে ক্ষেত্রে নতুন করে ভোটার করতে হতো। ২০০৯-১০ সালের কোনো এক সময়ে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২ হাজার ৮২৫ জন ভোটারের তথ্য তথ্যভান্ডার থেকে মুছে যায়। কর্মকর্তাদের ধারণা, ভোটার তথ্য উপজেলা থেকে কেন্দ্রীয় তথ্যভান্ডারে স্থানান্তরের সময় অণু বিভাগের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখার অসতর্কতায় এসব ভোটারের তথ্য মুছে যায়। কমিশনের কাছে সংশ্লিষ্ট এলাকার ছাপানো ভোটার তালিকা থাকায় ইউপি ও পৌর নির্বাচনের সময় বিষয়টি নিয়ে তাঁদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি।
No comments