দৈনন্দিন বিজ্ঞান-এইডস থেকে মুক্তির সম্ভাবনা!
ক্যান্সারের চেয়েও মারাত্মক ব্যাধি যদি
থেকে থাকে তা হলো এইডস। এইচআইভি ভাইরাসের আক্রমণে হয়ে থাকে এই রোগ, যার
প্রকোপ থেকে মানুষকে রক্ষা করার জন্য বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে চলেছেন।
এইচআইভি ভাইরাসের দুর্ভেদ্য খোলস কিভাবে তৈরি, সুপার কম্পিউটারের সাহায্যে
তার রহস্য ভেদ করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, এইডস চিকিৎসার
পথে এটা হলো একধাপ অগ্রগতি। সারা বিশ্বের বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন
এইচআইভি ঠেকানোর জন্য, তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের টিকা ও ওষুধ। ওষুধ ও
টিকা এ পর্যন্ত মোটামুটি ভালোই ফল দিয়েছে, তবে এইচআইভি ভাইরাসের চারদিকে
'ক্যাপসিড' নামে যে প্রোটিন ক্যাপসুলের আস্তরণ বা খোলস আছে, এত দিনেও তা
ভাঙার উপায় বের করা সম্ভব হয়নি। কিন্তু এখন সুপার কম্পিউটারের সাহায্যে এই
ক্যাপসিড দেখতে কী রকম তা জানতে পেরেছেন বিজ্ঞানীরা। অধ্যাপক ক্লাউস শোলটেন
এবং গবেষক হুয়ান পেরিয়ার- যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের দুই
বিজ্ঞানী এই প্রকল্পটি সম্পন্ন করেছেন। তাঁরা বলছেন, এর ফলে ভবিষ্যতে
এইডসের চিকিৎসার ক্ষেত্রে নতুন পথ খুলে যাবে। অধ্যাপক ক্লাউস শোলটেন বলছেন,
'বহু গবেষণাগার এই আবিষ্কারের জন্য কাজ করছিল। আমরা যা আবিষ্কার করেছি,
সেই তথ্যগুলো ওষুধ উৎপাদনকারীদের দিলে তারা আগের চেয়ে অনেক যথাযথ
প্রক্রিয়ায় এইচআইভি প্রতিরোধী ওষুধ বের করার কাজ করতে পারবে। এই নতুন
আবিষ্কার কাজে লাগিয়ে যে ওষুধ ভবিষ্যতে তৈরি হবে, তা হয়তো হবে এক ধরনের
টিকা অথবা এমন কোনো চিকিৎসা, যা এইচআইভি ভাইরাসের বংশবৃদ্ধি আটকে দেবে।
No comments