ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ করছে স্পেসএক্স
অনেকে বলেন, ইসরো এবং স্পেসএক্স হলো কম খরচের ক্ষেত্রে দু’টি প্রতিযোগী। কিন্তু বৈশ্বিক বাণিজ্যিক মহাকাশ বিষয়ক বাজারে কারও সন্দেহ থাকা উচিত নয় যে, স্পেসএক্স অনেক অনেক অগ্রগামী। এটা সুবিদিত যে, ডনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে চমৎকার বন্ধুত্ব আছে। তারা একজন অন্যজনকে ‘আমার বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেন। যুক্তরাষ্ট্রের ঝুঁকি নেয়া উদ্যোক্তা ইলন মাস্কও এই দুই নেতার বন্ধু। ইলন মাস্ক বলেন, তিনি মোদির একজন ভক্ত। এই দিক থেকে এই মহাকাশ স্যাটেলাইট উৎক্ষেপণের আশা ও সময়টা উপযুক্ত। তবে ইসরো এবং স্পেসএক্সের মধ্যে চুক্তি হয়েছিল যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে। ফলে ওয়াশিংটন ডিসি বা নয়া দিল্লির কেউ সুবিধাভোগী পুঁজিবাদ বলে সমালোচনা করতে পারেননি। ইসরোর বাণিজ্যিক শাখা ব্যাঙ্গালোরভিত্তিক নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের (এনএসআইএল) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাধাকৃষ্ণ দুরাইরাজ বলেছেন, এ বিষয়ে স্পেসএক্সের সঙ্গে আমরা ভাল চুক্তি করেছি। এই ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের মূল্যের দিক থেকে আমরা বলবো একটি ভাল কাজ করেছি। উল্লেখ্য, জিস্যাট-এন২ স্যাটেলাইটটি মিশনের সময়কাল ১৪ বছর। এটি পুরোপুরি একটি বাণিজ্যিক উৎক্ষেপণ। স্যাটেলাইটটি ৩২টি ব্যবহারকারী রশ্মি দিয়ে সজ্জিত। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলে ৮টি সরু স্পট বিম এবং ভারতের বাকি অংশে ২৪টি প্রশস্ত স্পট বিম রয়েছে। ৩২টি বিম ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত উপস্টেশনকে সমর্থন দেবে।
No comments