মৌলভীবাজারে এক জায়গায় মুসলমান, হিন্দু এবং খ্র্রিষ্টানদের সমাধি
পৃথিবীর
বিভিন্ন প্রান্তে একই সমাজে নানা ধর্ম-বর্ণের মানুষ বসবাস করে। তবে
সাধারনত: মৃত্যুর পর তাদের জন্য থাকে আলাদা আলাদা সমাধির ব্যবস্থা। কিন্তু
বাংলাদেশের সিলেট অঞ্চলের মৌলভীবাজারে রয়েছে এমন একটি কবরস্থান যেখানে
ধর্ম-নির্বিশেষে মুসলমান, হিন্দু এবং খ্র্রিষ্টানদের মরদেহ ধর্মীয় রীতি
অনুযায়ীই দাফন কিংবা সৎকার করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, সব ধর্মের
মানুষের মাঝে সৌহার্দের দৃষ্টান্ত হিসেবেই এই সমাধিস্থলটি গড়ে উঠেছে।
No comments