৯/১১ হামলার দৃশ্যপট
৫.৪৫ : সিসিটিভিতে দেখা যায়, বিমান ছিনতাইকারীরা বোস্টন বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পার হচ্ছেন।
৬.৪৫ : মোহাম্মদ আতা ও আবদুল আজিজ ওমারি পোর্টল্যান্ড থেকে বোস্টন লোগান বিমানবন্দরে আসেন।
৬.৫২ : মারওয়ান আল শেহি বোস্টন বিমানবন্দরের অন্য টার্মিনাল থেকে মোহাম্মদ আতাকে আক্রমণের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার কথা জানান।
৭.৩৫ : মোহাম্মদ আতা ও ওমারি মার্কিন ফ্লাইট-১১ তে ওঠেন।
৭.৪০ : ছিনতাই দলের অন্য সদস্যরা বিমানে উঠে বসেন।
৭.৪৯ : ৮১ যাত্রী ও ১১ ক্রু সদস্য নিয়ে ফ্লাইট-১১ লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।
৮.১৩ : বোস্টন বিমানবন্দরের সঙ্গে ফ্লাইট-১১ এর সর্বশেষ যোগাযোগ।
৮.১৪ : ফ্লাইট-১১ ছিনতাই। ওয়ালিদ ও ওয়ালি আল শেহরি তাদের আসন ২এ ও ২বি থেকে উঠে দু’জন বিমান কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। একই সময়ে আতা সিট ৮ডি থেকে উঠে মিনিটের মধ্যে ফ্লাইট-১১ ককপিট নিজের নিয়ন্ত্রণে নেন।
৮.১৪ : আরেকটি মার্কিন বিমান ফ্লাইট-১৭৫ লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে বোস্টন ত্যাগ করে। এতে ৫ ছিনতাইকারী ওঠেন। যার একজন ফ্লাইট-১১ ছাড়ার আগমুহূর্তে আতার সঙ্গে কথা বলেন।
৮.১৭ : ফ্লাইট-১১ যাত্রী ও ইসরাইল সশস্ত্র বাহিনীর সদস্য দানিয়েল লিউইনকে ছুরিকাঘাত বা গুলি করে হত্যা করা হয়।
৮.১৯ : ফ্লাইট-১১ এর একজন কর্মকর্তা বেতি ওং আমেরিকান এয়ারলাইন্সে ফোন করে বলেন, ‘ককপিট কাজ করছে না। কয়েকজনকে ছুরি মারা হয়েছে। আমরা সম্ভবত ছিনতাইয়ের শিকার হতে যাচ্ছি।’
৮.২০ : আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট-৭৭ ওয়াশিংটন দুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৮ যাত্রী ও ৬ ক্রু সদস্য নিয়ে লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। এই বিমানেও ছিলেন ৫ ছিনতাইকারী।
৮.২৪ : ফ্লাইট-১১ থেকে প্রথম রেডিও ট্রান্সমিশন বার্তা শোনা যায়, ‘আমাদের কিছু পরিকল্পনা আছে। তোমরা সবাই চুপচাপ থাক। তবেই তোমরা ভালো থাকবে।’
৮.৪২ : ফ্লাইট-১৭৫ ছিনতাই।
৮.৪৬ : ফ্লাইট-১১ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে আঘাত হানে। ভবনটির ৯৩-৯৯ তলার ভেতর দিয়ে ঢুকে যায় বিমান।
৮.৪৮ : ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার খবর প্রথম টেলিভিশনে প্রচারিত হয়।
৮.৫০ : ফ্লাইট-৭৭ ছিনতাই হয়।
৯.০৩ : ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণাংশ সাউথ টাওয়ারে আঘাত হানে ফ্লাইট-১৭৫।
৯.৩৭ : পেন্টাগনে আঘাত হানে ফ্লাইট-৭৭।
৯.৫৬ : ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাউথ টাওয়ার ধসে পড়ে।
১০.০৩ : ফ্লাইট ৯৩ বিমানটি পেন্টাগনের পার্শ্ববর্তী একটি মাঠে বিধ্বস্ত হয়।
১০.২৮ : ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ার ধসে পড়ে।
৬.৪৫ : মোহাম্মদ আতা ও আবদুল আজিজ ওমারি পোর্টল্যান্ড থেকে বোস্টন লোগান বিমানবন্দরে আসেন।
৬.৫২ : মারওয়ান আল শেহি বোস্টন বিমানবন্দরের অন্য টার্মিনাল থেকে মোহাম্মদ আতাকে আক্রমণের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার কথা জানান।
৭.৩৫ : মোহাম্মদ আতা ও ওমারি মার্কিন ফ্লাইট-১১ তে ওঠেন।
৭.৪০ : ছিনতাই দলের অন্য সদস্যরা বিমানে উঠে বসেন।
৭.৪৯ : ৮১ যাত্রী ও ১১ ক্রু সদস্য নিয়ে ফ্লাইট-১১ লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।
৮.১৩ : বোস্টন বিমানবন্দরের সঙ্গে ফ্লাইট-১১ এর সর্বশেষ যোগাযোগ।
৮.১৪ : ফ্লাইট-১১ ছিনতাই। ওয়ালিদ ও ওয়ালি আল শেহরি তাদের আসন ২এ ও ২বি থেকে উঠে দু’জন বিমান কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। একই সময়ে আতা সিট ৮ডি থেকে উঠে মিনিটের মধ্যে ফ্লাইট-১১ ককপিট নিজের নিয়ন্ত্রণে নেন।
৮.১৪ : আরেকটি মার্কিন বিমান ফ্লাইট-১৭৫ লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে বোস্টন ত্যাগ করে। এতে ৫ ছিনতাইকারী ওঠেন। যার একজন ফ্লাইট-১১ ছাড়ার আগমুহূর্তে আতার সঙ্গে কথা বলেন।
৮.১৭ : ফ্লাইট-১১ যাত্রী ও ইসরাইল সশস্ত্র বাহিনীর সদস্য দানিয়েল লিউইনকে ছুরিকাঘাত বা গুলি করে হত্যা করা হয়।
৮.১৯ : ফ্লাইট-১১ এর একজন কর্মকর্তা বেতি ওং আমেরিকান এয়ারলাইন্সে ফোন করে বলেন, ‘ককপিট কাজ করছে না। কয়েকজনকে ছুরি মারা হয়েছে। আমরা সম্ভবত ছিনতাইয়ের শিকার হতে যাচ্ছি।’
৮.২০ : আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট-৭৭ ওয়াশিংটন দুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৮ যাত্রী ও ৬ ক্রু সদস্য নিয়ে লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। এই বিমানেও ছিলেন ৫ ছিনতাইকারী।
৮.২৪ : ফ্লাইট-১১ থেকে প্রথম রেডিও ট্রান্সমিশন বার্তা শোনা যায়, ‘আমাদের কিছু পরিকল্পনা আছে। তোমরা সবাই চুপচাপ থাক। তবেই তোমরা ভালো থাকবে।’
৮.৪২ : ফ্লাইট-১৭৫ ছিনতাই।
৮.৪৬ : ফ্লাইট-১১ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে আঘাত হানে। ভবনটির ৯৩-৯৯ তলার ভেতর দিয়ে ঢুকে যায় বিমান।
৮.৪৮ : ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার খবর প্রথম টেলিভিশনে প্রচারিত হয়।
৮.৫০ : ফ্লাইট-৭৭ ছিনতাই হয়।
৯.০৩ : ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণাংশ সাউথ টাওয়ারে আঘাত হানে ফ্লাইট-১৭৫।
৯.৩৭ : পেন্টাগনে আঘাত হানে ফ্লাইট-৭৭।
৯.৫৬ : ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাউথ টাওয়ার ধসে পড়ে।
১০.০৩ : ফ্লাইট ৯৩ বিমানটি পেন্টাগনের পার্শ্ববর্তী একটি মাঠে বিধ্বস্ত হয়।
১০.২৮ : ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ার ধসে পড়ে।
No comments