মালদ্বীপে ধর্মীয় স্বাধীনতার অভাব থাকায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের প্রকাশিত একটি রিপোর্টে মালদ্বীপে ধর্মীয় স্বাধীনতার অভাব থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
গত বছরও একই ধরনের বক্তব্য ছিলো যুক্তরাষ্ট্রের রিপোর্টে। এতে বলা হয় যে মালদ্বীপের সংবিধান ও আইনে ইসলাম ছাড়া আর কোন ধর্মকে অনুমোদন দেয়া হয়নি।
দ্বীপদেশটিতে ব্লাসফেমি ও ইসলামকে নিয়ে কটুক্তি করার বিরুদ্ধে কঠোর আইন থাকার কথা রিপোর্টে উল্লেখ করে বলা হয় দেশটির সরকার ইসলাম ধর্মকে শক্তিশালী করতে উৎসাহ দেয়। হিজাব পড়ার ব্যাপারে মালদ্বীপের নারীদের উপর সামাজিক চাপ রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এতে বলা হয়, ইসলাম ছাড়া অন্য ধর্মের বিদেশী শ্রমিক বা পর্যটকরা প্রকাশ্যে তাদের ধর্ম পালন করতে পারে না। খুন, ভ্যাবিচার, সমকামিতা, চুরির মতো অপরাধগুলোর শাস্তি হিসেবে পাথর ছোঁড়াসহ বিভিন্ন শারিয়া আইন বলবৎ রয়েছে।
ইসলামের বিরুদ্ধে নিন্দামূলক কর্মকাণ্ডের জন্য পুলিশ লোকজনকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রেখেছে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে সামাজিক গণমাধ্যমে তাদেরকে নানা ধরনের হুমকি দেয়া হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

No comments

Powered by Blogger.