ইন্টারনেট এখন মৌলিক চাহিদা
কম্পিউটার সিটি সেন্টারের মেলায় সেলফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল মেলার প্রথম দিনে সেখানে চার দর্শককে সেলফি তুলতে দেখা যাচ্ছে। ছবি: প্রথম আলো |
বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ। সরকার ডিজিটাল বাংলাদেশ তৈরি করার ব্যাপারে কাজ করছে। ইতিমধ্যে সারা দেশে কম্পিউটার ল্যাবসহ নানা ধরনের কাজ করেছে। ডিজিটাল সমাজ গড়তে হলে সরকারকে সাহায্য করতে হবে। গতকাল বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টার (মাল্টিপ্ল্যান) ডিজিটাল আইসিটি মেলা উদ্বোধনকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আরও বলেন, ‘ইন্টারনেট এখন একটি মৌলিক চাহিদা, এটাকে সবার দ্বারে পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার। কম্পিউটারের ওপর যে ৪ শতাংশ ভ্যাট বসানো হয়েছে, সেটা প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব।’ উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘আমাদের দেশে এখন সাত কোটি তরুণ-তরুণী রয়েছে। তাদের সঠিক পথ দেখিয়ে তথ্যপ্রযুক্তি আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তরুণদের আরও বেশি উৎসাহী করে তুলতে হবে। কিছুদিন আগেও ওয়াই-ফাই শব্দটির সঙ্গে অনেকে পরিচিত ছিল না। কিন্তু এখন এই শব্দটি সবার কাছে পরিচিত।’ অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ ২০০৮ যখন রূপান্তরিত করার ঘোষণা দেওয়া হয় তখন বিষয়টি সবাই হাস্যকর হিসেবে নিয়েছিল।
এখন ডিজিটাল বাংলাদেশ হাসি নয় বাস্তব রূপ। আমরা বলছি ইন্টারনেট হচ্ছে মৌলিক চাহিদা আর এই চাহিদা সবার কাছে পৌঁছে দেওয়ার কাজ করতে হবে সরকারকে।’ সাংসদ শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ডিজিটাল শব্দটি সকলের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার ইতিমধ্যে হাইটেক পার্ক, বিপিও সামিট, ডিজিটাল ওয়ার্ল্ডসহ বেশ কিছু কাজ করেছে এবং সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করছে।’ ‘ভিশন টু সার্ভ গো উইথ আইসিটি’ স্লোগান সামনে রেখে সপ্তমবারের মতো বড় পরিসরে শুরু হয়েছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬’। মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় সাড়ে ছয় শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। বাড়তি আয়োজনের পাশাপাশি মেলায় থাকছে বিশেষ ছাড় ও উপহার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৃহত্তর এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা মোস্তফা মহসীন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এস এ কাদের, কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহেসান ও সাধারণ সম্পাদক সুব্রত সরকার। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। শিক্ষাপ্রতিষ্ঠান প্রদত্ত পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।
No comments