উচ্চগতির গোয়েন্দা বিমানের নতুন সংস্করণ
একক পরাশক্তি হিসেবে নিজের অবস্থান ধরে
রাখার জন্য যুক্তরাষ্ট্র তার অত্যাধুনিক প্রতিরক্ষা সামগ্রীগুলোকে আরও
উন্নত করার পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে দেশটি মূলত চীন, ভারত ও ব্রাজিলের
মতো উদীয়মান পরাশক্তিগুলোকে পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে যে তারা কখনও হাল
ছাড়ার পাত্র নয় এবং এত সহজে কেউ তাদের সমকক্ষ হতে পারবে না। দ্বিতীয়
বিশ্বযুদ্ধের ঊষালগ্ন থেকেই প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণের জন্য ব্যপক
গবেষণা শুরু করেছিল যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় অর্থ, মেধা আর অদম্য
ইচ্ছাশক্তির সমাবেশ ঘটিয়ে অত্যাধুনিক সব প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে
পৃথিবীতে একক পরাশক্তি হিসেবে নিজের অবস্থান সৃষ্টি করেছে দেশটি যা আজ
পর্যন্ত সুদৃঢ়ভাবে ধরে রেখেছে।
যুক্তরাষ্ট্র্র তার স্নায়ুযুদ্ধের সময়কার শক্তিশালী গোয়েন্দা বিমান 'ব্ল্যাকবার্ড এসআর-৭২'কে হালনাগাদকরণের কাজ শুরু করেছে। এই বিমান ১৯৬৪-১৯৯৮ সাল পর্যন্ত পৃথিবীর আকাশ-বাতাস কাঁপিয়ে বেড়িয়েছে। ব্ল্যাকবার্ড এসআর-৭২ বিমানটি ৮০ হাজার ফুট পর্যন্ত উঁচুতে উঠতে পারত এবং শব্দের চেয়ে ৩ গুণ দ্রুত ছুটতে পারত। বর্তমানে এটিকে এমনভাবে সংস্করণ করা হবে যাতে এর গতিবেগ শব্দের গতির চেয়ে ৬ গুণ (৫৮০০ কিমি/ঘণ্টা) হবে এবং আরও অধিক উচ্চতায় উঠতে পারবে। এই গতিতে নিউইয়র্ক থেকে লন্ডন পেঁৗছতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। নতুন এই বিমানটি হবে রোবট নিয়ন্ত্রিত। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বখ্যাত 'লকিড মার্টিন' কোম্পানিকে। হবলয় ডেস্ক, সূত্র : সায়েন্স ডেইলি
যুক্তরাষ্ট্র্র তার স্নায়ুযুদ্ধের সময়কার শক্তিশালী গোয়েন্দা বিমান 'ব্ল্যাকবার্ড এসআর-৭২'কে হালনাগাদকরণের কাজ শুরু করেছে। এই বিমান ১৯৬৪-১৯৯৮ সাল পর্যন্ত পৃথিবীর আকাশ-বাতাস কাঁপিয়ে বেড়িয়েছে। ব্ল্যাকবার্ড এসআর-৭২ বিমানটি ৮০ হাজার ফুট পর্যন্ত উঁচুতে উঠতে পারত এবং শব্দের চেয়ে ৩ গুণ দ্রুত ছুটতে পারত। বর্তমানে এটিকে এমনভাবে সংস্করণ করা হবে যাতে এর গতিবেগ শব্দের গতির চেয়ে ৬ গুণ (৫৮০০ কিমি/ঘণ্টা) হবে এবং আরও অধিক উচ্চতায় উঠতে পারবে। এই গতিতে নিউইয়র্ক থেকে লন্ডন পেঁৗছতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। নতুন এই বিমানটি হবে রোবট নিয়ন্ত্রিত। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বখ্যাত 'লকিড মার্টিন' কোম্পানিকে। হবলয় ডেস্ক, সূত্র : সায়েন্স ডেইলি
No comments