ইউক্রেনের ভূখণ্ড দখলে শুরু থেকেই দ্রুত গতিতে আগাচ্ছে রাশিয়া
এতে বলা হয়, ২০২২ সালের শুরুর দিকে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ অংশে প্রবেশ করেছিল রুশ সেনারা। গত জুলাই মাসে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির আগ পর্যন্ত মস্কো বাহিনী ইউক্রেনের প্রায় ১,০০০ কিলোমিটার এলাকা দখলে নেয়।
পশ্চিমা কর্মকর্তারা মনে করেন রাশিয়া-ইউক্রেন উভয়েই যুদ্ধের ভয়াবহ স্তরে রয়েছে। কেননা রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে মস্কো বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সামরিক সৈন্য। অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য দূর পাল্লার ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুমতি পেয়েছে কিয়েভ। এমন পরিস্থিতিতে উভয় পক্ষই যুদ্ধের সবচেয়ে ভয়ংকর স্তরে প্রবেশ করেছে বলে ধারণা পশ্চিমা কর্মকর্তাদের।
রাশান যোদ্ধাদের সঙ্গে উত্তর কোরিয়ার সৈন্যদের যোগদানের বিষয়ে এখনও নিশ্চুপ রয়েছে মস্কো। তারা এখনও এ বিষয়টি স্বীকারও করেনি বা অস্বীকারও করেনি। তবে ইউক্রেনকে ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়ার পর গত সপ্তাহে কিয়েভকে লক্ষ্য করে হাইপারসনিক আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়েছে মস্কো। যুদ্ধ শুরুর পর থেকে এটিই ইউক্রেনের মাটিতে মস্কোর সবচেয়ে বড় রেঞ্জের হামলা বলে অভিযোগ করেছে ইউক্রেন।
রুশ স্বাধীন সংবাদমাধ্যম এজেন্টস্টভো এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের অঞ্চল দখলে রাশিয়া নতুন সাপ্তাহিক এবং মাসিক রেকর্ড স্পর্শ করেছে। কেননা গত সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের প্রায় ২৩৫ বর্গকিলোমিটার দখল করে নিয়েছে, যা ২০২৪ সালে এক সপ্তাহের হিসেবে সর্বোচ্চ। ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত গ্রুপডিপস্টেটের তথ্য উদ্ধৃত করে এজেন্টস্টভো বলেছে, নভেম্বরে রুশ বাহিনী ৬০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খারকিভের একটি গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। কোপাঙ্কি ও দোনেস্কের কিছু ভূখণ্ড দখলের কথা জানিয়েছে মন্ত্রণালয়টি।
No comments