গার্মেন্ট শ্রমিকদের দুর্দশার প্রামাণ্যচিত্র ‘দ্য ট্রু কস্ট’
বাংলাদেশের
তৈরী পোশাকশিল্পের শ্রমিকদের অবর্ণনীয় দুর্দশা এবার উঠে এসেছে বিদেশী
প্রামাণ্যচিত্রে। ‘দ্য ট্রু কস্ট’ বা ‘প্রকৃত মূল্য’ শীর্ষক ওই
প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে এ দেশের গার্মেন্ট শ্রমিকদের সেসব না বলা
কথা। এর একজন সীমা আক্তার (২৩)। তিনি নিজের জীবনের যে কাহিনী বলেছেন এ
প্রামাণ্যচিত্রে তা হৃদয়বিদারক। ভাল কর্মপরিবেশের দাবি তুলে তিনি একটি
তালিকা দিয়েছিলেন কারখানার ব্যবস্থাপকদের হাতে। এরপর সীমা ও তার ইউনিয়নের
অন্য সদস্যদের একটি ঘরে আটকে রাখা হয়। লাঠিসোটা, চেয়ার এমনকি কাঁচি দিয়ে
তাদের মারধর করা হয়। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। প্রামাণ্যচিত্র
নির্মাতা অ্যান্ড্রু মর্গান একজন বৃটিশ নাগরিক। তিনি বিলাসবহুল পোশাক
নির্মাণের পেছনে রক্তক্ষয়ী বাস্তবতা তুলে ধরেছেন এতে। ২০১৩ সালে রানা
প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের চিত্র তুলে ধরার জন্য তিনি
মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ শুরু করেন। এ মাসের শেষের দিকে অর্থাৎ ২৯শে মে
প্রামাণ্যচিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে যে ট্রেইলার প্রকাশিত
হয়েছে তাতে দেখা গেছে সীমার বক্তব্য। সীমা বলেন, কিভাবে কারখানার
ব্যবস্থাপকরা ৩০-৪০ জনকে সঙ্গে নিয়ে তাকে ও তার শ্রমিক ইউনিয়নের অন্যদের
ওপর চড়াও হয়েছিলেন। ওই শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট সীমা
নিজেই। তিনি বলেন চেয়ার, লাঠি, স্কেল এমনটি কাঁচি দিয়ে তারা আমাদের মারধর
করেছে। লাথি, ঘুষি মেরে দেয়ালে মাথা নিয়ে আঘাত করেছে। বেশির ভাগ সময় বুকে
পেটে আঘাত করেছে। প্রামাণ্যচিত্রে উঠে এসেছে সস্তায় পোশাক তৈরি পেছনে
কিভাবে কর্মপরিবেশের অবনতি হচ্ছে আর দিনের পর দিন তারা ঝুঁকিপূর্ণ হয়ে
উঠছে। গার্মেন্ট কর্মীদের প্রায়ই বিপজ্জনক পরিবেশে কাজ করতে হচ্ছে। তাদের
বাধ্য করা হচ্ছে ন্যূনতম মজুরির বিনিময়ে দীর্ঘ সময় কাজ করতে।
প্রামাণ্যচিত্রটিতে সাক্ষাৎকার দিয়েছেন ভেগান ফ্যাশন ডিজাইনার স্টেলা
ম্যাকার্টনি, ইকো-ফ্যাশন কর্মী লিভিয়া ফার্থ, অভিনেতা কলিন ফার্থের স্ত্রী
এবং পরিবেশ কর্মী ভ্যান্ডানা শিভা। প্রামান্যচিত্রটির একজন নির্বাহী
প্রযোজক এবং বৃটিশ সাংবাদিক লুসি সাইগেল বলেন, বিশাল এ অর্থলোলুপ শিল্প
বিরাট অঙ্কের মুনাফা অর্জন করছে। তিনি প্রশ্ন রাখেন তাহলে কেন তারা লাখ লাখ
শ্রমিকদের যথাযথভাবে লালন পালন করতে ব্যর্থ হচ্ছে। ২০১৩ সালে রানা প্লাজা
ধসে সহস্রাধিক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর পর প্রামাণ্যচিত্রটি নির্মাণে
অনুপ্রাণিত হন অ্যান্ড্রু মর্গান। এ সপ্তাহে রানা প্লাজায় হতাহতদের
পরিবারগুলো ঘোষণা দেয় যে তারা ওয়ালমার্ট, জেসি পেনি ও দ্য চিলড্রেন্স
প্লেসের মতো নামি ব্রান্ডসহ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করছে। ওই
ট্র্যাজেডির দুই বছর পর। ওয়াশিংটনে দায়েরকৃত ওই মামলায় দাবি করা হয়েছে
রিটেইলার প্রতিষ্ঠানগুলো আর বাংলাদেশ সরকার ভবন ধসের আগে থেকেই অনিরাপদ
কর্মপরিবেশ নিয়ে অবগত ছিল। কিন্তু তারা সেগুলো মোকাবিলায় কোন পদক্ষেপই
নেয়নি।
No comments