জঙ্গি আতঙ্কে সীমান্তে ঘিরছে সৌদি আরব
আল কায়দা ও ইসলামিক স্টেটের হাত থেকে রক্ষা পেতে অত্যাধুনিক বেড়া নির্মাণ করছে রাজতান্ত্রিক সৌদি সরকার। ইরাক সীমান্তে ৯০০ কিলোমিটারজুড়ে এ বেড়া নির্মাণ করা হবে। রোববার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলছে, ‘অনুপ্রবেশকারী ও পাচারকারী’ থেকে বাঁচতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ইরাকে ইসলামিক স্টেট নামের সুন্নিপন্থী জঙ্গিগোষ্ঠীর উত্থানে শংকিত হয়ে পড়েছে সৌদি আরব। এই জঙ্গি সংগঠনটি সৌদি রাজতন্ত্র উৎখাত করতে চায়। বেড়ার প্রথম ধাপ শুক্রবার উদ্বোধন করেছেন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ। প্রথম ধাপে দেশটির উত্তর সীমান্তে ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল) দীর্ঘ বেড়া দেয়া হবে।
এসপিএ জানায়, প্রকল্পের মধ্যে রয়েছে ৫ স্তরবিশিষ্ট বেড়া, ওয়াচ টাওয়ার, নাইট ভিশন ক্যামেরা ও রাডার স্থাপন। এছাড়া হাফর-আর বাতিন থেকে শুরু করে জর্ডান সীমান্তের উত্তর-পূর্বাঞ্চলীয় তুরাইফ পর্যন্ত কন্ট্রোল কমপ্লেক্স তৈরি করা হয়েছে। নতুন করে চালু করা প্রকল্পের মধ্যে রয়েছে আটটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার, ৩২টি র্যাপিড রেসপন্স সেন্টার, তিনটি র্যাপিড ইন্টারভেনশন স্কয়াড, ৩৮টি পেছন ও সম্মুখ দরজা, ৭৮টি মনিটরিং টাওয়ার, ১০টি মনিটরিং অ্যান্ড সার্ভেইল্যান্স ভেহিকল, ১৪ লাখ ৫০ হাজার মিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং ৫০টি রাডার স্থাপন। আল কায়দা ও সরকারবিরোধী সশস্ত্র যোদ্ধাদের ক্রমবর্ধমান অনুপ্রবেশ ঠেকাতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কর্মসূচি সারা দেশের সীমান্তে সম্প্রসারণ করার উদ্যোগ নেয়। আলজাজিরা।
No comments