সুপ্রিম কোর্ট হিন্দু ভাবাবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে না: আসাদউদ্দিন ওয়াইসি
ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি |
ভারতের
মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি
বলেছেন, সুপ্রিম কোর্ট হিন্দু ভাবাবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে না।
বিশ্বাস, ভাবনা ইত্যাদি প্রাসঙ্গিক নয় বরং এখানে কেবলমাত্র ইনসাফ।
আরএসএস নেতা সুরেশ ভাইয়াজি যোশীর মন্তব্যের পাল্টা জবাবে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি ওই মন্তব্য করেছেন।
অযোধ্যায় রাম জন্মভূমি ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় দিতে দেরী হওয়ায় গতকাল (শুক্রবার) আরএসএসের সাধারণ সম্পাদক ও সঙ্ঘের দ্বিতীয় প্রধান সুরেশ ভাইয়াজি যোশী বলেন, ‘এত দীর্ঘ অপেক্ষার পরেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, এ সংক্রান্ত শুনানিতে অগ্রাধিকার নয়। এতে হিন্দুরা অপমানিত বোধ করেছেন। শীর্ষ আদালতের উচিত ওই সিদ্ধান্ত পুনর্বিচার করা।’
শ্রী যোশি কার্যত হুঁশিয়ারির সুরে বলেছেন, প্রয়োজন হলে ১৯৯২ সালের গণ আন্দোলনের পুনরাবৃত্তিও হতে পারে!
আরএসএসের ওই নেতা বলেন, ‘সুপ্রিম কোর্টের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু হিন্দুদের ভাবাবেগের বিষয়টিও যেন মাথায় রাখা হয়। সুপ্রিম কোর্টের রায়ের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে। গত ২৯ অক্টোবর বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত হওয়ার পরে আমরা ভেবেছিলাম হিন্দুরা দীপাবলির আগেই সুখবরটা পাবেন। কিন্তু সুপ্রিম কোর্ট ফের ওই মামলার শুনানি পিছিয়ে দিয়েছে।’
আরএসএস নেতার মন্তব্যের সমালোচনা করে কংগ্রেসের নেতা প্রমোদ তিওয়ারি বলেছেন, ‘এসব লোকেরা হিন্দুদের ভাবনার ঠিকা নিয়ে রেখেছে, সঙ্ঘ ও বিজেপি নিজেদের ব্যর্থতার দায় যেন সুপ্রিম কোর্টের উপরে না চাপায়।’
জেডিইউ নেতা কে সি ত্যাগী বলেছেন, ‘আরএসএস এবং বিজেপির কিছু নেতা অবশ্যই একনাগাড়ে বিবৃতি দিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের অবস্থান স্পষ্ট যে মন্দির নির্মাণে দুটি পথ খোলা আছে। প্রথমত, সুপ্রিম কোর্টের রায় এবং দ্বিতীয়ত, সংলাপ এছাড়া কোনো উপায় নেই।’
তাঁরা রাম মন্দির নির্মাণ ইস্যুতে সংসদে আইন আনার পক্ষে নন এবং বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় আদালতের রায়ের জন্য অপেক্ষা করা উচিত বলেও কে সি ত্যাগী বলেন।
বাবরী মসজিদ-রাম জন্মভূমি সংক্রান্ত বিতর্কিত জমি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। গত ২৯ অক্টোবর সুপ্রিম কোর্ট জানায় ২০১৯ সালে জানুয়ারিতে ওই মামলার শুনানি হবে।
আরএসএস নেতা সুরেশ ভাইয়াজি যোশীর মন্তব্যের পাল্টা জবাবে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি ওই মন্তব্য করেছেন।
অযোধ্যায় রাম জন্মভূমি ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় দিতে দেরী হওয়ায় গতকাল (শুক্রবার) আরএসএসের সাধারণ সম্পাদক ও সঙ্ঘের দ্বিতীয় প্রধান সুরেশ ভাইয়াজি যোশী বলেন, ‘এত দীর্ঘ অপেক্ষার পরেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, এ সংক্রান্ত শুনানিতে অগ্রাধিকার নয়। এতে হিন্দুরা অপমানিত বোধ করেছেন। শীর্ষ আদালতের উচিত ওই সিদ্ধান্ত পুনর্বিচার করা।’
শ্রী যোশি কার্যত হুঁশিয়ারির সুরে বলেছেন, প্রয়োজন হলে ১৯৯২ সালের গণ আন্দোলনের পুনরাবৃত্তিও হতে পারে!
আরএসএসের ওই নেতা বলেন, ‘সুপ্রিম কোর্টের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু হিন্দুদের ভাবাবেগের বিষয়টিও যেন মাথায় রাখা হয়। সুপ্রিম কোর্টের রায়ের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে। গত ২৯ অক্টোবর বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত হওয়ার পরে আমরা ভেবেছিলাম হিন্দুরা দীপাবলির আগেই সুখবরটা পাবেন। কিন্তু সুপ্রিম কোর্ট ফের ওই মামলার শুনানি পিছিয়ে দিয়েছে।’
আরএসএস নেতার মন্তব্যের সমালোচনা করে কংগ্রেসের নেতা প্রমোদ তিওয়ারি বলেছেন, ‘এসব লোকেরা হিন্দুদের ভাবনার ঠিকা নিয়ে রেখেছে, সঙ্ঘ ও বিজেপি নিজেদের ব্যর্থতার দায় যেন সুপ্রিম কোর্টের উপরে না চাপায়।’
জেডিইউ নেতা কে সি ত্যাগী বলেছেন, ‘আরএসএস এবং বিজেপির কিছু নেতা অবশ্যই একনাগাড়ে বিবৃতি দিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের অবস্থান স্পষ্ট যে মন্দির নির্মাণে দুটি পথ খোলা আছে। প্রথমত, সুপ্রিম কোর্টের রায় এবং দ্বিতীয়ত, সংলাপ এছাড়া কোনো উপায় নেই।’
তাঁরা রাম মন্দির নির্মাণ ইস্যুতে সংসদে আইন আনার পক্ষে নন এবং বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় আদালতের রায়ের জন্য অপেক্ষা করা উচিত বলেও কে সি ত্যাগী বলেন।
বাবরী মসজিদ-রাম জন্মভূমি সংক্রান্ত বিতর্কিত জমি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। গত ২৯ অক্টোবর সুপ্রিম কোর্ট জানায় ২০১৯ সালে জানুয়ারিতে ওই মামলার শুনানি হবে।
No comments