এক বছর পর পৃথিবীতে ফিরলেন দুই নভোচারী
সবচেয়ে দীর্ঘ সময় ধরে মহাকাশে কাটানো দুই নভোচারী পৃথিবীতে অবতরণ করেছেন। মহাকাশে ৩৪০ দিন অবস্থানের পর মঙ্গলবার বাংলাদেশ সময় ১১টা ২৬ মিনিটে পৃথিবীতে ফিরলেন নাসার ৪৬তম অভিযান কমান্ডার স্কট কেলি ও রুশ মহাকাশচারী মিখাইল কোরনিয়েনকো নামের দুই নভোচারী। তাদের সঙ্গে পৃথিবীতে অবতরণ করেছেন সারজে ভলকভ নামের আরও এক রুশ মহাকাশচারী। মঙ্গলবার রাতে তাদের বহনকারী মহাকাশযানটি কাজাখিস্তানে সফল অবতরণ করে। মহাকাশ স্টেশনে ৩৪০ দিন কাটিয়েছেন কেলি ও কোরনিয়েনকো। আর এটি মহাকাশে স্বাভাবিক বসবাসের তুলনায় দ্বিগুণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে এত দিন যারা মহাকাশে গিয়েছেন তার মধ্যে স্কট কেলি ও কোরনিয়েনকোই সবচেয়ে বেশি দিন মহাকাশে কাটালেন।
নাসার এ দুই বিজ্ঞানী মহাকাশে গত এক বছরে ১৪৪ মিলিয়ন মাইল ভ্রমণ করেছেন, পৃথিবীর চারপাশে ঘুরেছেন মোট ৫ হাজার ৪৪০ বার। এছাড়া এই দীর্ঘ সফরে ১০ হাজার ৮৮০ বার সূর্যাস্ত ও সূর্যোদয় দেখেছেন। এ নিয়ে বিভিন্ন অভিযানে কেলি মহাকাশে মোট ৫২০ দিন, কোরনিয়েনকো ৫১৬ দিন ও ভলকভ ৫৪৮ দিন কাটান। গত বছর ২৭ মার্চ মহাকাশে পাড়ি দেন তারা। পরে ৪ সেপ্টেম্বর তাদের সঙ্গী হন ভলকভ। মঙ্গলে মানুষ পাঠানো নিয়ে গবেষণার ক্ষেত্রে কেলিদের এই দীর্ঘ মহাকাশযাপনকে বড় অর্জন বলে মনে করা হচ্ছে। যদিও মহাকাশ স্টেশন এবং মঙ্গলের পরিবেশ এক রকম নয়। কিন্তু দীর্ঘদিন পৃথিবীর থেকে বহুদূরে মাধ্যাকর্ষণের বাইরে থাকলে মানুষের শরীরে কী কী পরিবর্তন আসতে পারে, তা মহাকাশ স্টেশনে এক বছর কাটিয়ে আসা কেলি ও কোরনিয়েনকোকে পরীক্ষার মধ্য দিয়ে অনেক সহজে জানা যাবে বলে আশা করা হচ্ছে।
No comments