যুদ্ধংদেহী যুক্তরাষ্ট্রের যুদ্ধের ইতিহাস : ১৮৯০-বর্তমান

সিরিয়া সরকারের রাসায়নিক হামলার কারণে যুক্তরাষ্ট্র যদি দেশটিতে হামলা করে তাহলে এটি হবে যুক্তরাষ্ট্রের হামলা বা সামরিক অভিযানের দীর্ঘ প্রক্রিয়ার সাম্প্রতিক ঘটনা। এজন্য প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর আগের মার্কিন প্রেসিডেন্টরাও যুক্তরাষ্ট্র সরাসরি কোনো পক্ষ দ্বারা আক্রান্ত হলে তার জবাব দিতে কংগ্রেসের অনুমোদন নিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে হামলার আগে এ ধরনের অনুমোদন নেয় হয়েছিল। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্টরা সাংবিধানিক ক্ষমতার বলে একক সিদ্ধান্তে অনেক অভিযান পরিচালনা করেছেন।
সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট কমান্ডার ইন চিফ। কংগ্রেসের অনুমোদন নিয়ে অথবা না নিয়েই মার্কিন প্রেসিডেন্টরা ১৮৯০ থেকে এ পর্যন্ত শতাধিক সামরিক অভিযান চালিয়েছেন। সোয়াশ’ বছর ধরে আঞ্চলিক যুদ্ধ থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ যত যুদ্ধ ইতিহাসে দেখা যায় যেখানে যুক্তরাষ্ট্রের সক্রিয় ও স্বপ্রণোদিত অংশগ্রহণ উল্লেখ করার মতো। কখনও নিজের স্বার্থে আবার কখনও মিত্রদের স্বার্থে সামরিক অভিযান চালাতে দ্বিধা করেনি যুক্তরাষ্ট্র। পানামা, কোরিয়া, ভিয়েতনাম, কুয়েত, বসনিয়া, যুগোস্লাভিয়া, গ্রানাভা, ইরান, ইরাক, আফগানিস্তান, লিবিয়া এসব দেশে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে চীন, জাপান, কোরিয়া ও ফিলিপাইনে একাধিকবার সামরিক হামলা করেছে মার্কিন বাহিনী। যুদ্ধবাজ জাতি হিসেবে আজও বিশ্বের শীর্ষ পরাশক্তির জায়গাটিও তাদের দখলে। তবে তাদের সব যুদ্ধের স্মৃতি সুুখকর নয়। জয়-পরাজয় সমান্তরালেই এগিয়েছে। সিরিয়ায় হামলা নিয়ে সবচেয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র, প্রতিপক্ষে দাঁড়িয়েছে রাশিয়া, চীনের মতো শক্তিশালীরা। সে যা হোক, এ সুযোগে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের দীর্ঘ পথচলা একদম সংক্ষেপ যুগান্তর পাঠক সমাজকে জানানোর তাগিদ থেকে আমাদের দুই কিস্তির বিশেষ আয়োজন ‘যুদ্ধংদেহী যুক্তরাষ্ট্রের যুদ্ধের ইতহিাস’ : ১৮৯০-বর্তমান। আজ প্রথম কিস্তি প্রকাশিত হল।
দেশ অথবা অভিযানের বাহিনীর উপলক্ষ্য
রাজ্য তারিখ ধরন
দক্ষিণ ১৮৯০ সৈন্য ৩০০ লাকোটা ইন্ডিয়ানকে
ডাকোটা ২৯ ডিসে. গণহত্যার মাধ্যমে শেষ হয়
আর্জেন্টিনা ১৮৯০ সৈন্য বুয়েনস আয়ার্সের স্বার্থ রক্ষা হয়
চিলি ১৮৯১ সৈন্য নৌবাহিনীর সঙ্গে জাতীয়তাবাদী বিদ্রোহীদের সংঘর্ষ
হাইতি ১৮৯১ সৈন্য নাডাসা দ্বীপে কালোদের হাত
থেকে সাদাদের রক্ষা
ইডাহো ১৯৮২ সৈন্য রুপাখনির শ্রমিকদের ধর্মঘটে
দমন অভিযান
হাওয়াই ১৮৯৩ সৈন্য হাওয়াই সাম্রাজ্যের পতন
শিকাগো ১৮৯৪ সৈন্য রেল ধর্মঘটের অবসান, ৩৪ জন নিহত
নিকারাগুয়া ১৮৯৪ সৈন্য ব্ল–ফিল্ডসে সাদাদের স্বার্থ রক্ষা
চীন ১৮৯৪-৯৫ নৌবাহিনী প্রথম চীন-জাপান যুদ্ধ
কোরিয়া ১৮৯৪-৯৬ সৈন্য প্রথম চীন-জাপান যুদ্ধে
সিউলে মার্কিনদের রক্ষা
পানামা ১৮৯৫ সৈন্য ও মার্কিন স্বার্থ রক্ষায়
নৌবাহিনী কলম্বিয়ায় সেনা মোতায়েন
নিকারাগুয়া ১৮৯৬ সৈন্য রাজনৈতিক অস্থিরতার মধ্যে মার্কিন স্বার্থ প্রতিষ্ঠা
চীন ১৮৯৮-১৯০০ সৈন্য বক্সার বিদ্রোহীদের সঙ্গে বিদেশী
সেনাদের যুদ্ধ
ফিলিপাইন্স ১৮৯৮-১৯১০ নৌবাহিনী স্পেনের কাছ থেকে নৌঘাঁটি ও সৈন্য হরণ। ৬ লাখ ফিলিপাইন্স
নাগরিক নিহত হয়
কিউবা ১৮৯৮-১৯০২ নৌবাহিনী স্পেনের কাছ থেকে ছিনিয়ে
ও সৈন্য নেয়া এবং সে নৌঘাঁটিটি
এখন যুক্তরাষ্ট্রের দখলে
পুয়ের্তরিকো ১৮৯৮ নৌবাহিনী স্পেনের কাছ থেকে দখল ও সৈন্য এবং সেখানে আজও তা বহাল রেখেছে যুক্তরাষ্ট্র
গুয়াম ১৮৯৮ নৌবাহিনী স্পেনের কাছ থেকে ঘাঁটিটি
ও সৈন্য ছিনিয়ে নেয় এবং আজও রয়েছে।
মিনেসোটা ১৮৯৮ (?) সৈন্য লেস লেকে সামরিক সংঘাত
নিকারাগুয়া ১৮৯৮ সৈন্য স্যান জুয়ান ডেল সুর বন্দরে আস্তান তৈরি
সামোয়া ১৮৯৯ সৈন্য জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়ন্ত্রণ নেয়ার যুদ্ধ
নিকারাগুয়া ১৮৯৯ সৈন্য ব্ল–ফিল্ডস বন্দরে নৌআস্তানা তৈরি
ওকলাহোমা ১৯০১ সৈন্য ক্রিক ইন্ডিয়ান বিদ্রোহ দমন
পানামা ১৯০১-১৪ নৌবাহিনী ১৯০৩ সালে কলম্বিয়া থেকে পানামা পৃথক
ও সৈন্য করে খাল অধিগ্রহণ এবং ১৯১৪ সালে
খুলে দেয়া হয়
হন্ডুরাস ১৯০৩ সৈন্য বিপ্লবের মুখে সামরিক হস্তক্ষেপ
ডমিনিকান ১৯০৩-০৪ সৈন্য বিপ্লবের মুখে মার্কিন স্বার্থ রক্ষা
রিপাবলিক
কোরিয়া ১৯০৪-০৫ সৈন্য রুসো-জাপানিজ যুদ্ধের
সময় সিউল রক্ষা করা
কিউবা ১৯০৬-০৯ সৈন্য গণতান্ত্রিক নির্বাচনের জন্য
সৈন্য মোতায়েন
পানামা ১৯০৮ সৈন্য নির্বাচনে নৌবাহিনীর হস্তক্ষেপ
চীন ১৯১১-৪১ নৌবাহিনী দীর্ঘ সংঘর্ষের মধ্যে মার্কিন
ও সৈন্য দখলদারিত্ব বজায় রাখা
কিউবা ১৯১২ সৈন্য গৃহযুদ্ধের সময় মার্কিন স্বার্থ রক্ষা করা
পানামা ১৯১২ সৈন্য নির্বাচন নিয়ে সংঘর্ষ শুরু হলে নৌবাহিনী হস্তক্ষেপ করে
মেক্সিকো ১৯১৩ নৌবাহিনী বিপ্লবের সময় মার্কিনদের সরিয়ে নিতে
মেক্সিকো ১৯১৪-১৮ নৌবাহিনী জাতীয়তাবাদীদের বিরুদ্ধে
ও সৈন্য ধারাবাহিক অভিযান
ডমিনিকান ১৯১৬-২৪ সৈন্য ৮ বছর নৌবাহিনী অধিগ্রহণ
রিপাবলিক করে রাখে
প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৭-১৮ নৌবাহিনী জার্মানির বিরুদ্ধে নৌযুদ্ধ
ও সৈন্য এবং প্রায় দেড় বছর পর জয়
সোভিয়েত ইউনিয়ন ১৯১৮-২২ নৌবাহনী ও বলশেভিকবিরোধী যুদ্ধের জন্য সৈন্য
যুগোস্লাভিয়া ১৯১৯ সৈন্য ও ইতালীয় সার্ব যুদ্ধে ইতালিকে
নৌবাহিনী সহায়তার জন্য অভিযান
গুয়াতেমালা ১৯২০ সৈন্য ইউনিয়নপন্থীদের বিরুদ্ধে
দুই সপ্তাহের অভিযান
ওয়েস্ট ভার্জিনিয়া ১৯২০-২১ সৈন্য ও খনিশ্রমিকদের বিরুদ্ধে সামরিক অভিযান
তুরস্ক ১৯২২ সৈন্য ইজমিরে তুর্কি জাতীয়তাবাদীদের বিরুদ্ধে
চীন ১৯২২-২৭ সৈন্য জাতীয়তাবাদী বিদ্রোহের মুখে মার্কিন স্বার্থ
পানামা ১৯২৫ সৈন্য হামলা ও দাঙ্গা প্রতিরোধে
চীন ১৯২৭-৩৪ সৈন্য সাংহাইযুদ্ধ কেন্দ্র করে সারা দেশে মার্কিন সেনা মোতায়েন
এল সালভেদর ১৯৩২ নৌবাহিনী মার্টি বিদ্রোহ দমনে যুদ্ধজাহাজ প্রেরণ
ওয়াশিংটন ডিসি ১৯৩২ সৈন্য প্রথম বিশ্বযুদ্ধের অতিরিক্ত সেনাদের করা বিক্ষোভ দমন

No comments

Powered by Blogger.