ওষুধ ঠিক রাখতে সিলিকা জেলের ব্যবহার
ওষুধের বোতল, নতুন জুতা বা ব্যাগের মধ্যে ছোট কাগজের মোড়কে দেওয়া থাকে
সিলিকা জেল। এই উপাদানটি নির্দিষ্ট অংশের আর্দ্রতা শুষে নিয়ে তার শুষ্কতা
বজায় রাখে। সাধারণত এসব কাগজের মোড়ক ফেলে দেওয়া হয়। কিন্তু সিলিকা জেল আরও
অনেক কাজে লাগানো যেতে পারে।
- ঘরের আর্দ্রতায় অনেক সময় পুরনো ছবি যত্ন করে অ্যালবামে রাখা সত্ত্বেও নষ্ট হয়ে যায়। আর্দ্রতার হাত থেকে ছবির অ্যালবাম দীর্ঘদিন সুরক্ষিত রাখতে সিলিকা জেলের দুই একটি মোড়ক রেখে দিন অ্যালবামের সঙ্গে।
- ফাইলের কাগজপত্র শুষ্ক ও নিরাপদ রাখতে কয়েকটি সিলিকা জেলের প্যাকেট রেখে দিন।
- ধাতব জিনিসপত্রকে মরচে ধরার হাত থেকে বাঁচাতে সিলিকা জেলের মোড়ক অত্যন্ত কার্যকর।
- মুঠোফোন ভিজে গেলে কাজে লাগাতে পারেন সিলিকা জেল। নরম কাপড় দিয়ে ফোন মুছে ব্যাটারি খুলে ফেলুন। একটি জিপলক ব্যাগে ফোন ও ব্যাটারির সঙ্গে কয়েকটি সিলিকা জেলের প্যাকেট রেখে ব্যাগের মুখ বন্ধ করে দিন। সারারাত এভাবে রেখে পরদিন ফোন অন করুন।
- ওষুধ ঠিক রাখতে সিলিকা জেলের মোড়ক কাজে লাগানো যায়। যে পাত্রে ওষুধ রাখেন, সে পাত্রে একটি বা দুটি সিলিকা জেলের মোড়ক রাখুন। এতে ঘরোয়া আর্দ্রতায় ওষুধ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না।
- ঘর প্রাকৃতিকভাবে সুরভিত করতে সিলিকা জেলের প্যাকেট খুলে একটি বাটিতে ঢালুন। কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে রেখে দিন ঘরে। তবে খেয়াল রাখবেন সিলিকা জেল যেন সরাসরি ত্বকের সংস্পর্শে না আসে।
- জুতা শুষ্ক রাখতে ভেতরে সিলিকা জেলের প্যাকেট রেখে দিন।
>>>তথ্য: জি নিউজ, লিটল থিংগস
No comments