চিলমারীতে ইটভাটায় নষ্ট হচ্ছে সড়ক
চিলমারী
উপজেলার বিভিন্ন এলাকার কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রি করা হচ্ছে
ইটভাটায়। ইটভাটার আগুনে পুড়ে কমে যাচ্ছে উর্বর জমির পরিমাণ। প্রশাসনের
অনুমোদন ছাড়াই জমির শ্রেণি পরিবর্তন করে এক শ্রেণির দালাল দীর্ঘদিন ধরে এ
ব্যবসা করে আসছে। এতে একদিকে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছে। অন্যদিকে, এসব
অনুমোদনহীন মাটি ট্রাক (ট্রাক্টর) দিয়ে ইটভাটায় নেয়ায় গ্রামীণ কাঁচা-পাকা
সড়কগুলো নষ্ট হচ্ছে। গ্রামীণ কাঁচা-পাকা সড়ক ব্যবহারের সুনির্দিষ্ট
নীতিমালা থাকলেও তা মানা হচ্ছে না। নীতিমালা না মানার জন্য শিশুরা আক্রান্ত
হচ্ছে শ্বাসকষ্টে। এলাকার সাধারণ মানুষসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের
যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলার মাছাবান্দা এলাকার আমিনুল, আ. আজিজ, শরীফেরহাট এলাকার বুলেট, আজিজলসহ অনেকেই অভিযোগ করে বলেন, বিভিন্ন ব্রিকস (ইটভাটার) ইট তৈরির জন্য কাঁচামাল হিসেবে ব্যবহারকৃৃত উপকরণ হচ্ছে মাটি। সেই মাটি কেটে নেয়া হচ্ছে কৃষি জমি থেকে। কতিপয় স্বার্থান্বেষী দালাল জমির মালিকদের মাটি কাটার জন্য ভুল বুঝিয়ে অনুমোদন ছাড়াই এসব মাটি কাটাসহ নদী তীর এলাকারও মাটি কেটে নিয়ে ইটভাটায় সরবরাহ করছে। এসব মাটি লাইসেন্স বিহীন ট্রাক্টরে সরকারি সম্পদ নষ্ট করে বালু, সিমেন্ট, মাটি অবাধে পরিবহন করার কারণে রাতারাতি মালিকরা লাখ লাখ টাকা মুনাফা অর্জন করছে। রাত-দিন মাটি বহনের জন্য গ্রামীণ কাঁচা-পাকা সড়কগুলো ভারি চাকায় পিষ্ট হয়ে দেবে ও ভেঙ্গে যাচ্ছে সড়ক। এ ছাড়া মাটি পরিবহনের সুবিধার্থে পাকা-কাঁচা রাস্তাগুলো কেটে নষ্ট করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি লাখ লাখ টাকায় নির্মাণকৃত পাকা-কাঁচা রাস্তা, ব্রিজ, কালভার্ট। সেই সঙ্গে ফসলি জমির প্রাণ জ্বলে যাচ্ছে ভাটার আগুনে।
উপজেলার মাছাবান্দা এলাকার আমিনুল, আ. আজিজ, শরীফেরহাট এলাকার বুলেট, আজিজলসহ অনেকেই অভিযোগ করে বলেন, বিভিন্ন ব্রিকস (ইটভাটার) ইট তৈরির জন্য কাঁচামাল হিসেবে ব্যবহারকৃৃত উপকরণ হচ্ছে মাটি। সেই মাটি কেটে নেয়া হচ্ছে কৃষি জমি থেকে। কতিপয় স্বার্থান্বেষী দালাল জমির মালিকদের মাটি কাটার জন্য ভুল বুঝিয়ে অনুমোদন ছাড়াই এসব মাটি কাটাসহ নদী তীর এলাকারও মাটি কেটে নিয়ে ইটভাটায় সরবরাহ করছে। এসব মাটি লাইসেন্স বিহীন ট্রাক্টরে সরকারি সম্পদ নষ্ট করে বালু, সিমেন্ট, মাটি অবাধে পরিবহন করার কারণে রাতারাতি মালিকরা লাখ লাখ টাকা মুনাফা অর্জন করছে। রাত-দিন মাটি বহনের জন্য গ্রামীণ কাঁচা-পাকা সড়কগুলো ভারি চাকায় পিষ্ট হয়ে দেবে ও ভেঙ্গে যাচ্ছে সড়ক। এ ছাড়া মাটি পরিবহনের সুবিধার্থে পাকা-কাঁচা রাস্তাগুলো কেটে নষ্ট করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি লাখ লাখ টাকায় নির্মাণকৃত পাকা-কাঁচা রাস্তা, ব্রিজ, কালভার্ট। সেই সঙ্গে ফসলি জমির প্রাণ জ্বলে যাচ্ছে ভাটার আগুনে।
No comments