ইরানকে পরমাণু অধিকার দেননি ওবামা : সুসান
ইসলামি প্রজাতন্ত্র ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রাখে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে ফোনালাপের সময় যে মন্তব্য করেছিলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস তা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ওবামা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অধিকারের কথা বলেননি। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের ফরিদ জাকারিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সুসান রাইস এসব কথা বলেছেন। ‘শান্তিপূর্ণ পরমাণু জ্বালানি কর্মসূচিতে প্রবেশের অধিকার ইরানের জনগণের আছে এবং সব বাধ্যবাধকতা পূরণ করলে এর প্রতি আমেরিকা সম্মান জানায়’- ওবামার এমন মন্তব্য সম্পর্কে জানতে চাইলে সুসান বলেন,
‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পর্কে আমেরিকা কোনো কথা বলেনি। আমরা বলেছি আন্তর্জাতিক শক্তি সংস্থা বা আইএইএর আওতায় সমস্ত বাধ্যবাধকতা পূরণ করে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ইরান যদি পরমাণু কর্মসূচি পরিচালনা করে তাহলে তখন এনপিটির একটি ভালো স্থায়ী সদস্য হিসেবে তেহরানকে স্বীকৃতি দেয়া হবে। কিন্তু আমরা মনে করি ইরানের কাছ থেকে এগুলো পাওয়া সম্ভব নয়। কারণ ইরান পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সঙ্গে সহযোগিতামূলক পর্যায়ে নেই।’ ২৭ সেপ্টেম্বর ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম বার্ষিক অধিবেশনে যোগদানের পর দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক বিমানবন্দরে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ফোন কল পান। এ সময় দু’নেতা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার মতপার্থক্য দ্রুত অবসানের ওপর জোর দেন।
No comments