মুরসির বিচার মুলতবি

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচার গতকাল মুলতবি ঘোষণা করা হয়েছে। কায়রোর একটি পুলিশ একাডেমিতে বিচার শুরু হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তাকে আদালতে হাজির করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। মুরসির বিরুদ্ধে ২০১২ সালের ডিসেম্বর মাসে ক্ষমতায় থাকাকালে কারাগারের বাইরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ বিচার শুরু হয়। খবর এএফপি ও আল জাজিরার। এদিকে মুরসির বিচারের সময় মুসলিম ব্রাদারহুডের আহ্বানে ইসলামপন্থিরা লাখো লোকের সমাবেশ ঘটানোর ডাক দিয়েছে। ২০১৩ সালের জুলাইয়ে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আলেকজান্দ্রিয়ার একটি কারাগারে আটক রয়েছেন। নাসের আল আবদ নামে সেখানকার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, খারাপ আবহাওয়ার কারণে তাকে বহনকারী হেলিকপ্টারটি আকাশে উড়তে পারেনি। তবে আবহাওয়ার উন্নতি হলে তাকে কায়রো নিয়ে যাওয়া হবে। এর আগে অবশ্য রাষ্ট্র্রীয় টেলিভিশন এবং পুলিশ কর্মকর্তারা তাকে আলেকজান্দ্রিয়া থেকে কায়রোতে আনা হয়েছে বলে জানিয়েছিলেন। এদিকে কায়রো শহরের বাইরে যে পুলিশ একাডেমিতে মুরসির বিচার শুরু হওয়ার কথা, সেখানে বিক্ষোভ করে মুরসি সমর্থকরা। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। এর আগে তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। গ্রেফতার করার পর মুরসিকে গত বছরের নভেম্বরে প্রথম আদালতে হাজির করা হয়। সেখানে মুরসি নিজেকে মিসরের আইনসঙ্গত প্রেসিডেন্ট বলে দাবি করেন। মোহাম্মদ মুরসি এবং তার সঙ্গে আদালতে হাজির করা সরকারের গুরুত্বপূর্ণ ১৪ বন্দি কর্মকর্তা হইচই করেন এবং নানা স্লোগান দিয়ে বিচার কাজে ব্যাঘাত সৃষ্টি করেন। তারা সবাই মুসলিম ব্রাদারহুডের নেতা। মুরসি ও তার সহযোগীদের বিচারের জন্য কায়রোর বাইরে পুলিশ একাডেমিতে সাময়িক আদালত বসানো হয়েছে। একই জায়গায় একই অভিযোগে মিসরের আরেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকেরও বিচার হয়েছিল।

No comments

Powered by Blogger.