আন্তর্জাতিক সহায়তা নেই: নিজেই বিশাল আকারের ২০০ জাহাজ তৈরি করবে ইরান
ইরানে তৈরি করা হচ্ছে জাহাজ |
ইসলামি
প্রজাতন্ত্র ইরান ৩০ কোটি ইউরো ব্যয়ে বিশাল আকারের ২০০টি কার্গো জাহাজ
তৈরি করার পরিকল্পনা নিয়েছে। যখন মার্কিন নিষেধাজ্ঞার মুখে আন্তর্জাতিক
কোনো কোম্পানি জাহাজ তৈরি ও মেরামতের ব্যাপারে ইরানকে কোন রকমের সাহায্য
করছে না তখন দেশটির সরকার নিজেই বিশাল এই কর্মযজ্ঞের পরিকল্পনা নিল।
ইরানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী রেজা রাহমানি গত বৃহস্পতিবার বলেন, "আমরা ২০০ কার্গো জাহাজ তৈরির পরিকল্পনা নিয়েছি এবং আমাদের সমুদ্র শিল্প উন্নয়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।" তিনি জানান, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরান ৩০ কোটি ইউরো বিনিয়োগ করবে।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় রেজা রাহমানি আরো বলেন, গত বছর যখন আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তখন থেকে দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের বন্দরগুলোতে জাহাজ নির্মাণের ব্যাপারে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। তিনি বলেন, “আমাদের কোনো জাহাজ এবং কার্গো এখন আর মেরামতের জন্য বিদেশের ডকইয়ার্ডে যাচ্ছে না।”
তিনি জানান, ২০১৯ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত ইরানের শিপইয়ার্ডগুলোতে একশরও বেশি জাহাজের মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
মন্ত্রী রেজা রহমানি আরো জানান, ইরানের সরকার জাহাজনির্মাণ শিল্পের ব্যাপারে যে বিশাল পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে এ খাতে অন্তত ৬০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে। এর পাশাপাশি আরো এক লাখ মানুষ জাহাজ নির্মাণশিল্পের সাপ্লাই চেইনে যুক্ত হবে।
ইরানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী রেজা রাহমানি গত বৃহস্পতিবার বলেন, "আমরা ২০০ কার্গো জাহাজ তৈরির পরিকল্পনা নিয়েছি এবং আমাদের সমুদ্র শিল্প উন্নয়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।" তিনি জানান, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরান ৩০ কোটি ইউরো বিনিয়োগ করবে।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় রেজা রাহমানি আরো বলেন, গত বছর যখন আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তখন থেকে দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের বন্দরগুলোতে জাহাজ নির্মাণের ব্যাপারে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। তিনি বলেন, “আমাদের কোনো জাহাজ এবং কার্গো এখন আর মেরামতের জন্য বিদেশের ডকইয়ার্ডে যাচ্ছে না।”
তিনি জানান, ২০১৯ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত ইরানের শিপইয়ার্ডগুলোতে একশরও বেশি জাহাজের মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
মন্ত্রী রেজা রহমানি আরো জানান, ইরানের সরকার জাহাজনির্মাণ শিল্পের ব্যাপারে যে বিশাল পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে এ খাতে অন্তত ৬০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে। এর পাশাপাশি আরো এক লাখ মানুষ জাহাজ নির্মাণশিল্পের সাপ্লাই চেইনে যুক্ত হবে।
No comments