ভারত সীমান্তের কাছে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, দিল্লির জন্য সতর্ক বার্তা
ওদিকে ওই বৈঠকে তারা সীমান্ত বিষয়ে সংলাপ ও শান্তি বজায় রাখতে একমত হয়। সাউথ চায়না মর্নিং পোস্ট একজন চীনা বিশ্লেষককে উদ্ধৃত করে বলেছে, ২০২০ সালে গালওয়ান সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। ভারতের সঙ্গে বিভিন্ন সীমান্তে সমস্যা দেখা দেয়। তারপর সীমান্তের কাছে মালভূমিতে এমন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন। ফুদান ইউনিভার্সিটির সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের উপপরিচালক লিন মিনওয়াং বলেন, এর মধ্য দিয়ে অবশ্যই একটি প্রতিরোধমূলক বার্তা দেয়া হয়েছে। যুদ্ধ এড়াতে আমাদেরকে সবার আগে লড়াই করার সক্ষমতা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, ভারতের দাবি মেনে নেয়া চীনের জন্য অসম্ভব, যদিও উভয় পক্ষ শিগগিরই সীমান্ত বিষয়ক ইস্যুগুলোতে একমত হতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে ভারতের কাছে একটি জোর বার্তা গেছে। তা হলো, চীনের সেনাবাহিনী সামরিক সক্ষমতা অর্জন করেছে। ফলে এখন ভারতকে তার সিদ্ধান্ত নিতে হবে। চীনের অন্য একজন সামরিক ভাষ্যকার সং ঝোংপিং ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ভারতের জন্য পরিষ্কার সতর্কতা হিসেবে উল্লেখ করেন। পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) এই পরীক্ষার মধ্য দিয়ে আলোচনায় চীনের অবস্থান শক্তিশালীভাবে জানান দেয়া হয়েছে। তিনি বলেন, এর উদ্দেশ্য হলো চীনের ভিতরে আসা সব হামলাকে নিষ্ক্রিয় করে দিতে পারে চীন, সেটা হোক সাবসুপারসনিক বা সুপারসনিক ক্ষেপণাস্ত্র।
No comments