পাঁচ লাখ শটগানের কার্টিজ প্রাণঘাতী, ধ্বংসের নির্দেশ by দীন ইসলাম
হরতাল,
অবরোধ বা যেকোনো সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণে আমদানিকৃত পাঁচ লাখ
শটগানের কার্টিজকে (লিড বল) মানুষের জন্য প্রাণঘাতী হিসেবে চিহ্নিত করেছে
পুলিশ সদর দপ্তর। এ জন্য শটগানের কার্টিজগুলোকে ধ্বংস করে স্পেসিফিকেশন
(বিনির্দেশ) অনুযায়ী লিড বল সাপ্লাই দিতে সরবরাহকারী প্রতিষ্ঠান এনএল
এন্টারপ্রাইজকে নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
সংশ্লিষ্ট শাখা থেকে সরবরাহকারী প্রতিষ্ঠানকে এ নির্দেশ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশের অপারেশনাল কাজে ব্যবহার করতে ২০১৪- ২০১৫ অর্থবছরে স্পেন থেকে পাঁচ লাখ পিস ১২ বোর শটগানের কার্টিজ (লিড বল) আমদানির জন্য মেসার্স এনএল এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেয়া হয়। আন্তর্জাতিক দরপত্রের সময় সরবরাহকারী প্রতিষ্ঠান উল্লেখ করে তারা স্পেনের মেক্সাম আউটডোর থেকে এসব লিড বল আমদানি করে পুলিশ অধিদপ্তরে সরবরাহ করবে। এ জন্য কার্যাদেশ পাওয়ার পর পুলিশ সদর দপ্তরের সঙ্গে চুক্তি করে সরবরাহকারী প্রতিষ্ঠান।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক দরপত্র হওয়ার কারণে কাস্টমস ডিউটি, সিডি, ভ্যাট ও অন্যান্য শুল্কসহ দুই কোটি ৭৩ লাখ ৮১ হাজার ৭২৮ টাকা পরিশোধ করে পাঁচ লাখ পিস ১২ বোর শটগানের কার্টিজ (লিড বল) ছাড় করানো হয়। এরপর কার্টিজগুলোর ফিল্ড টেস্টের সময় দেখা যায়, দরপত্রের স্পেসিফিকেশন অনুযায়ী প্রতিটি শটগানের কার্টিজে (লিড বল) ৪৫৩টি বল থাকার কথা রয়েছে। এ ছাড়া বলগুলো কত মাপের হবে ওই বিষয়টিও বলা ছিল।
কিন্তু ফিল্ড টেস্টে পর্যবেক্ষণ করে দেখা যায়, ৩২২, ৩১৩, ২৭৫ বা ২৮১টি বল রয়েছে। অর্থাৎ শটগানের কার্টিজ (লিড বল)-এ বলের পরিমাণের বিষয়টি স্পেসিফিকেশন অনুযায়ী নেই। গত আগস্টের শেষ দিকে পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানায়, পাঁচ লাখ পিস ১২ বোর শটগানের কার্টিজ (লিড বল) স্পেসিফিকেশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই সরবরাহকৃত মালামাল দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি অতি অল্প সময়ের মধ্যে সমপরিমাণ শটগানের কার্টিজ (লিড বল) সরবরাহ করতে হবে। এ বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে পত্রালাপ হয়েছে। তারা মালামাল বদলে দিতে রাজি হয়েছে।
এদিকে গত ১১ই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে জারি করা এক আদেশে বলা হয়, মেসার্স এনএল এন্টারপ্রাইজের মালামাল একই চুক্তিপত্র ও একই এলসি’র বিপরীতে রিপ্লেস করা হবে। বাতিলকৃত মালামাল বাংলাদেশে ধ্বংস করতে হবে। তাই পাঁচ লাখ পিস ১২ বোর শটগানের কার্টিজ (লিড বল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে খালাসের সময় যাতে কোনো ধরনের শুল্ক দিতে না হয় বা অন্য কোনো সমস্যার সৃষ্টি না হয় সেজন্য অনাপত্তি দেয়া হলো। ওই অনাপত্তির ভিত্তিতে সরবরাহকারী প্রতিষ্ঠান আমদানির প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশের অপারেশনাল কাজে ব্যবহার করতে ২০১৪- ২০১৫ অর্থবছরে স্পেন থেকে পাঁচ লাখ পিস ১২ বোর শটগানের কার্টিজ (লিড বল) আমদানির জন্য মেসার্স এনএল এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেয়া হয়। আন্তর্জাতিক দরপত্রের সময় সরবরাহকারী প্রতিষ্ঠান উল্লেখ করে তারা স্পেনের মেক্সাম আউটডোর থেকে এসব লিড বল আমদানি করে পুলিশ অধিদপ্তরে সরবরাহ করবে। এ জন্য কার্যাদেশ পাওয়ার পর পুলিশ সদর দপ্তরের সঙ্গে চুক্তি করে সরবরাহকারী প্রতিষ্ঠান।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক দরপত্র হওয়ার কারণে কাস্টমস ডিউটি, সিডি, ভ্যাট ও অন্যান্য শুল্কসহ দুই কোটি ৭৩ লাখ ৮১ হাজার ৭২৮ টাকা পরিশোধ করে পাঁচ লাখ পিস ১২ বোর শটগানের কার্টিজ (লিড বল) ছাড় করানো হয়। এরপর কার্টিজগুলোর ফিল্ড টেস্টের সময় দেখা যায়, দরপত্রের স্পেসিফিকেশন অনুযায়ী প্রতিটি শটগানের কার্টিজে (লিড বল) ৪৫৩টি বল থাকার কথা রয়েছে। এ ছাড়া বলগুলো কত মাপের হবে ওই বিষয়টিও বলা ছিল।
কিন্তু ফিল্ড টেস্টে পর্যবেক্ষণ করে দেখা যায়, ৩২২, ৩১৩, ২৭৫ বা ২৮১টি বল রয়েছে। অর্থাৎ শটগানের কার্টিজ (লিড বল)-এ বলের পরিমাণের বিষয়টি স্পেসিফিকেশন অনুযায়ী নেই। গত আগস্টের শেষ দিকে পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানায়, পাঁচ লাখ পিস ১২ বোর শটগানের কার্টিজ (লিড বল) স্পেসিফিকেশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই সরবরাহকৃত মালামাল দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি অতি অল্প সময়ের মধ্যে সমপরিমাণ শটগানের কার্টিজ (লিড বল) সরবরাহ করতে হবে। এ বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে পত্রালাপ হয়েছে। তারা মালামাল বদলে দিতে রাজি হয়েছে।
এদিকে গত ১১ই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে জারি করা এক আদেশে বলা হয়, মেসার্স এনএল এন্টারপ্রাইজের মালামাল একই চুক্তিপত্র ও একই এলসি’র বিপরীতে রিপ্লেস করা হবে। বাতিলকৃত মালামাল বাংলাদেশে ধ্বংস করতে হবে। তাই পাঁচ লাখ পিস ১২ বোর শটগানের কার্টিজ (লিড বল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে খালাসের সময় যাতে কোনো ধরনের শুল্ক দিতে না হয় বা অন্য কোনো সমস্যার সৃষ্টি না হয় সেজন্য অনাপত্তি দেয়া হলো। ওই অনাপত্তির ভিত্তিতে সরবরাহকারী প্রতিষ্ঠান আমদানির প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
No comments