সর্বদলীয় বৈঠক আজ
ভারতের পার্লামেন্টের চলমান অচলাবস্থা নিরসনে আজ (সোমবার) সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। বিরোধী দল কংগ্রেস বলেছে, সংকট কাটাতে হলে বিজেপির শীর্ষ তিন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি অবশ্যই আলোচ্যসূচিতে থাকতে হবে। এ বৈঠকের আগেই কৌশল নির্ধারণে সোমবার সকালে সংসদীয় দলের সঙ্গে বসবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। খবর পিটিআই ও এনডিটিভির। দুর্নীতির দায়ে অভিযুক্ত লন্ডন পলাতক সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদিকে সহায়তার অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং ব্যেপাম কেলেঙ্কারিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পদত্যাগের দাবি কংগ্রেসসহ কয়েকটি বিরোধী দলের। এ দাবিতে চলতি বর্ষা অধিবেশনে পার্লামেন্ট অচল করে রেখেছে দলগুলো। অধিবেশনের তৃতীয় সপ্তাহে এসেও কোনো কাজই করতে পারেনি পার্লামেন্ট।
অথচ এ অধিবেশনেই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এ অচলাবস্থা কাটাতে সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছে বিজেপি সরকার। তার আগে কংগ্রেস ওই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি আলোচ্যসূচিতে রাখার শর্ত জুড়ে দিল। শনিবার কংগ্রেস সদর দফতরে এক সংবাদ সম্মেলনে দলের এ অবস্থান জানান গোলাম নবি আজাদ। দলের মুখপাত্র আনন্দ শর্মা বলেন, ‘আমরা ছবি তোলা আর চা-স্যান্ডউইচ খাওয়ায় আগ্রহী নই। প্রধানমন্ত্রীকে আগে বলতে হবে আমাদের দাবির বিষয়ে তিনি কী ব্যবস্থা নেবেন।’ পার্লামেন্টে সর্বদলীয় বৈঠককে সামনে রেখে সোমবার সকালেই দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বসবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেখানে পার্লামেন্টে দলীয় কৌশল নিয়ে আলোচনা করবেন তিনি। চলতি অধিবেশনে এটিই কংগ্রেসের প্রথম সংসদীয় দলের বৈঠক। অধিবেশনের প্রথম দিন থেকেই ওই দাবিতে পার্লামেন্টের উভয় কক্ষ অচল করে রেখেছেন কংগ্রেসের সংসদ সদস্যরা। তাদের হইচই, হট্টগোলের কারণে প্রতিদিনই দফায় দফায় অধিবেশন স্থগিত রাখতে হচ্ছে। কংগ্রেস বলছে তারাও কার্যকর সংসদ চায়, তবে আগে তাদের দাবির বিষয়ে সরকারকে প্রতিশ্র“তি দিতে হবে।
No comments