চার বছরে পুলিশে ৪৫০ কোটি টাকার গাড়ি by দীন ইসলাম

চার অর্থবছরে ৪৫০ কোটি টাকার বিভিন্ন ধরনের যানবাহন (গাড়ি) কিনেছে পুলিশ। এর মধ্যে র‌্যাবসহ পুলিশ বিভাগের জন্য ৩১৯ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ৮১৩ টাকার এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য ১১৭ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার ৭০২ টাকার যানবাহন কেনা হয়েছে। গেল ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩ অর্থবছরে পুলিশ ও র‌্যাবের জন্য এসব গাড়ি কেনা হয়েছে।
এসব অর্থ বছরে কেনা যানবাহনের মধ্যে রয়েছে- পিকআপ, জিপ, প্রোটেকশন জিপ, কার, মাইক্রোবাস, বাস (বড়), মিনি বাস, ট্রাক, রিকভারি ট্রাক, অ্যাম্বুলেন্স, মোটর সাইকেল, প্রিজনার্স ভ্যান, রায়ট ভ্যান (ওয়াটার ক্যানন), ফর্ক লিফট, গার্বেজ ট্রাক, রেকারসহ আরও বিভিন্ন ধরনের যানবাহন। বিপুল অঙ্কের অর্থ খরচ করে পুলিশে যানবাহন কেনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানালেন, পুলিশের জন্য যানবাহন কেনা জরুরিও। এ জন্য বিভিন্ন সময়ে পুলিশ সদর দপ্তর থেকে চাহিদা পাওয়া যায়। এত গাড়ি তাদের আদৌ দরকার কি না বা এসব গাড়ি কেনার টাকা কোথা থেকে যোগাড় করা হবে এসব বিষয় ভাবনা চিন্তায় নিয়েই গাড়ি কেনার অনুমতি দেয়া হয়। প্রতিবারই গাড়ি কেনা সংক্রান্ত প্রস্তাবে পুলিশ সদর দপ্তরের ট্রান্সপোর্ট শাখা থেকে বলা হয়, যানবাহন সঙ্কটের কারণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটার পাশাপাশি নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কাছ থেকে গাড়ি রিকুইজিশন করে পুলিশকে চলতে হচ্ছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ ও র‌্যাবের জন্য ২০০৯-১০ অর্থবছরে ১২ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৫০০ টাকা, ২০১০-১১ অর্থবছরে ৭৮ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৯৭৫ টাকা এবং ২০১১-১২ অর্থবছরে ৯৩ কোটি ৪৮ লাখ ৪৬ হাজার ৯৯৫ টাকার যানবাহন কেনা হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে সবচেয়ে বেশি টাকার গাড়ি কেনা হয়েছে। এ বছর ১৩৪ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৩৪১ কোটি টাকার যানবাহন কেনা হয়। ওই অর্থবছরে খরচ করা অর্থ দিয়ে ৩৭ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৭৫৬ টাকায় ২০৬টি পিকআপ, ২১ কোটি ৪৫ লাখ টাকায় ৩০টি জিপ, দুই কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২৮৪ টাকায় ছয়টি পাঁচ টনের ট্রাক, আট কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৫০০ টাকায় পাঁচটি রেকার, ছয় কোটি ৫৪ লাখ টাকায় পাঁচটি রায়ট ভ্যান (ওয়াটার ক্যানন), ৩৫ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৯০০ টাকায় একটি ক্রেন এবং ১১ কোটি আট লাখ টাকায় ১৫০ সিসির ৫৫৪টি মোটরসাইকেল কেনা হয়েছে। এ অর্থবছরে প্রতিটি মোটরসাইকেল কিনতে খরচ পড়েছে দুই লাখ টাকা। এছাড়া একটি জিপ গাড়ি কিনতে ৭১ লাখ ৫০ হাজার টাকা করে লেগেছে। অন্যদিকে একটি ক্রেন কিনতে খরচ দেখানো হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা। একই অর্থবছরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য পাঁচ কোটি ৭২ লাখ টাকায় আটটি জিপ কেনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে ১২ ধরনের যানবাহন কেনা হয়েছে। এর মধ্যে দুই ধরনের পিকআপ, দুই ধরনের রেকার ও চার ধরনের ট্রাক রয়েছে। এ অর্থবছরে ১৭ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ২৮৯ টাকা দিয়ে ৮৮টি পিকআপ, ২৮ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার ৬৮৩ টাকা দিয়ে ১৪৯টি পিকআপ, চার কোটি ১৪ লাখ ৫৭ হাজার ১৫০ টাকা দিয়ে ২১টি কার, চার কোটি ৪২ হাজার ৬৫০ টাকা দিয়ে ১৭টি মাইক্রোবাস, এক কোটি এক লাখ ৯২ হাজার ৭৪২ টাকা দিয়ে দুটি মিনিবাস, ১৫ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার টাকায় ১০ টনের ১০টি রেকার, দুই কোটি ৮৪ লাখ ৯৯ হাজার ১২০ টাকায় ৩০ টনের একটি রেকার, দুই কোটি ৮১ লাখ ৩২ হাজার ৫৩৬ টাকায় পাঁচ টনের সাতটি ট্রাক, দুই কোটি ২৫ লাখ ৫৪ হাজার ৩৪৬ টাকায় তিন টনের আটটি ট্রাক, এক কোটি ৭৫ লাখ ৩৩ হাজার ৯৪৫ টাকায় দুই দশমিক আট টনের ছয়টি ট্রাক, দুই কোটি ২৫ লাখ ৫৩৩ টাকায় এক দশমিক আট টনের ১০ টি ট্রাক এবং দশ কোটি ৭০ লাখ ৮৮ হাজার টাকায় ৭৭৬টি মোটর সাইকেল কেনা হয়েছে। এ অর্থবছরে প্রতিটি মোটরসাইকেল কিনতে এক লাখ ৩৮ হাজার টাকা করে খরচ পড়েছে। ২০১১-১২ অর্থবছরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য ৪৭ লাখ ১০ হাজার ৯০০ টাকায় দুটি মাইক্রোবাস এবং ৭৭ লাখ ৫৫ হাজার টাকায় পাঁচ টনের ১০টি ট্রাক কেনা হয়েছে। ওদিকে ২০০৯- ২০১০ অর্থবছরে র‌্যাবসহ পুলিশ বিভাগের জন্য পাঁচ কোটি ৪৬ হাজার ৯৯০ কোটি টাকায় ৪৩টি পিকআপ, ২৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকায় দু’টি মাইক্রোবাস, ৮০ লাখ ১৯ হাজার ৭৫০ টাকায় তিনটি বড় বাস, দুই কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকায় তিন টনের ১২টি ট্রাক, তিন কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ২৬০ টাকায় চারটি রিকভারি ট্রাক, ৫০ লাখ ১০ হাজার টাকায় দু’টি অ্যাম্বুলেন্স এবং ৫৭ লাখ ১২ হাজার টাকায় ৫১টি ১২৫ সিসির মোটরসাইকেল কেনা হয়েছে। এছাড়া ২০১০-১১ অর্থবছরে ৩৮ কোটি ১৪ লাখ ২৮ হাজার ২৫০ টাকা দিয়ে ২১৪টি পিকআপ, ছয় কোটি ৯০ লাখ ৮৫ হাজার ৩১৪ টাকা দিয়ে ৫৩টি পিকআপ, পাঁচ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা দিয়ে ১২ জিপ, ৯৪ লাখ ২৭ হাজার ৪৭৮ টাকা দিয়ে দু’টি প্রটেকশন জিপ, এক কোটি ২৪ লাখ ৫২ হাজার ৭০২ টাকা দিয়ে ছয়টি কার, এক কোটি ৭২ লাখ ৪০ হাজার ৮৮০ টাকায় আটটি মাইক্রোবাস, ৮০ লাখ ৩৫ হাজার ৩৭০ টাকায় দুটি অ্যাম্বুলেন্স, দুই কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকায় দুই দশমিক আট টনের আটটি ট্রাক, এক কোটি ৩৪ লাখ টাকায় পাঁচ টনের চারটি ট্রাক, এক কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকায় দুটি প্রিজনার্স ভ্যান, ১৩ লাখ ৬৪ হাজার ২২০ টাকায় একটি রায়ট ভ্যান (ওয়াটার ক্যানন), তিন কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকায় পাঁচটি রেকার এবং ১৪ কোটি ৬৬ লাখ ৮৫ হাজার টাকায় ১২৫ সিসির ১১৫৫টি মোটরসাইকেল কেনা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য ২০০৯-১০ অর্থবছরে ৫২ কোটি ৬৩ লাখ ৫৫ হাজার ৮৬৩ টাকা, ২০১০-১১ অর্থবছরে ৫৭ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৯৩৯ টাকা, ২০১১-১২ অর্থবছরে এক কোটি ২৪ লাখ ৬০ হাজার ৯০০ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরে পাঁচ কোটি ৭২ লাখ টাকার যানবাহন কেনা হয়েছে।

No comments

Powered by Blogger.