ইরানে ক্ষেপণাস্ত্র সরবরাহ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো রাশিয়া
ইরানে
আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার ওপর থেকে নিষেধাজ্ঞা
প্রত্যাহার করেছে রাশিয়া। ক্রেমলিনের বরাত দিয়ে এ খবর দিয়েছে অনলাইন
বিবিসি। জাতিসংঘ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির ওপর নিষেধাজ্ঞা
আরোপের পর ২০১০ সালে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ বাতিল করা
হয়েছিল। সম্প্রতি বিশ্ব পরাশক্তিগুলোর সঙ্গে ইরান অন্তর্বতীকালীন পরমাণু
সমঝোতায় উপনীত হবার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই নিষেধাজ্ঞা
উঠিয়ে নেন। ইরানকে ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়ার সিদ্ধান্তকে তীব্র
সমালোচনা করেছিল ইসরাইল ও যুক্তরাষ্ট্র। তাদের আশঙ্কা ছিল অত্যাধুনিক এ
প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরান তাদের পারমাণবিক স্থাপনা রক্ষার্থে
ব্যবহার করতে পারে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ বাতিল হয়ে যাওয়ার পর ইরান
কয়েক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছিল। মস্কো সেসময়
বলেছিল, জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের পর তা বাতিল করা ছাড়া অন্য কোন উপায় ছিল
না তাদের। বার্তা সংস্থা ইন্টারফ্যাঙ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
উদ্বৃতি দিয়ে বলেছে, তারা এস-৩০০ সরঞ্জাম দ্রুত সরবরাহ করতে তারা প্রস্তুত।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে প্রাথমিক সমঝোতায় যে ছয়টি দেশ
উপনীত হয়েছে তার মধ্যে রাশিয়া একটি। পূর্ণাঙ্গ একটি চুক্তিতে পৌঁছুতে
দেশগুলোর ৩০শে জুন ডেডলাইন রয়েছে।
No comments