নতুন মন্ত্রিসভার কাছে প্রত্যাশা by মো. শরিফুল ইসলাম খান

নির্বাচন বিতর্কিত হলেও নতুন মন্ত্রিসভা যে ব্যাপক প্রশংসিত হয়েছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দলের প্রভাবশালী নেতাদের ও ডজন তিনেক মন্ত্রীকে একসঙ্গে ছুড়ে ফেলার এমন দৃষ্টান্ত এই প্রথমই দেখেছি বলা চলে। আগের রেকর্ড বলছে, কোনো সরকার বা মন্ত্রিসভাই বিতর্কের ঊধর্ে্ব ছিল না। তবে সরকার নিশ্চয়ই চেষ্টা করে। আমাদের বর্তমান মন্ত্রিসভা বলা চলে প্রধানমন্ত্রীর উপহার। বিগত প্রায় ৭০ শতাংশ মন্ত্রীকে বাদ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠন, তাও আবার এই চ্যালেঞ্জিং সময়ে_ এতেই বোঝা যায় আমাদের রাষ্ট্রপ্রধান মনেপ্রাণে চান দেশকে সঠিকভাবে এগিয়ে নিতে। দেশের গণমানুষের বর্তমান প্রধানমন্ত্রীর ওপর প্রত্যাশা একটু বেশিই। বিশেষ করে যেখানে নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। যেখানে আমাদের রাষ্ট্রীয় অর্থনীতি বিপর্যস্ত সেখানে মানুষের প্রত্যাশা একদিকে যেমন দেশটিকে অর্থনীতিতে সমৃদ্ধ করা, একইভাবে রাজনৈতিকভাবে বিরোধীদের সঙ্গে আলোচনাও জরুরি। দেশের মানুষ তাই চেয়ে আছে নতুন সরকারের দিকে। নতুন মন্ত্রিসভা তথা সরকার দেশকে অনেক বড় বড় উপহার দেবে। নতুন মন্ত্রিসভায় বিতর্কিত এবং কম পারফরম্যান্স দেখানো মন্ত্রীদের বাদ দিয়ে বলা চলে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। স্বাভাবিকভাবেই মন্ত্রীরা তাদের ওপর দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন, সবার প্রত্যাশা তা-ই। নতুন সরকার দেশের মানুষকে এমন কিছু উপহার দেবে, যাতে অন্তত তাদের কলঙ্ক মোছে। তারা যেন এটা মনে না করেন, তারা পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসেছেন। বরং মানুষ চায় যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটা স্থায়ী ব্যবস্থা দরকার। এটা দেশের সব দলের ঐকমত্যে হওয়া প্রয়োজন।
বাঙালি শান্তিপ্রিয় জাতি। একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের প্রত্যাশা। আর এ জন্য বিতর্কিত নির্বাচনের কালিমা মুছে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করা এবং প্রতিহিংসামূলক রাজনীতির সংস্কৃতি পরিহার করে একটি সুখী-সমৃদ্ধ শান্তির দেশ গঠনের লক্ষ্যে এগিয়ে চলাই এখন জরুরি। গত কয়েক মাসে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণে মনোযোগী হওয়ার পাশাপাশি বিরোধী দলের সঙ্গে সংলাপের আয়োজন করতে হবে। অর্থনীতি পুনরুদ্ধার করা যেমন সরকারের দায়িত্ব, তেমনি অর্থবহ সংলাপের আয়োজন করাটাও সরকারের আবশ্যিক দায়িত্ব। দেশবাসী এই প্রত্যাশার দিকে চেয়ে আছে উন্মুখ হয়ে।  শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
usharif33@gmail.com

No comments

Powered by Blogger.