গ্যাস চেম্বার দিল্লি, অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ, অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অতিশী। সেখানে লেখা হয়েছে—দশম এবং দ্বাদশ শ্রেণি ছাড়া বাকিদের স্কুলে শারীরিক উপস্থিতির প্রয়োজন নেই। এই শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করবে স্কুল কর্তৃপক্ষ। পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলবে বলে জানানো হয়েছে। রবিবারই কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দিল্লি এনসিআরে দূষণ পরিস্থিতি নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করে একাধিক নির্দেশিকা জারি করেছে। এর পরেই অধিকাংশ শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। স্কুল বন্ধ করার পাশাপাশি অত্যাবশ্যক পরিষেবা ছাড়া দিল্লিতে নিবন্ধিত পুরানো ডিজেল মাঝারি এবং ভারী মালবাহী ট্রাকগুলি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লির পাশাপাশি গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ ও নয়ডাতেও এই নিয়ম কার্যকর করা হয়েছে। জরুরি দরকার ছাড়া ডিজেল জেনারেটরও ব্যবহার করা যাবে না। কাঁচা রাস্তায় ভারি যান চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। রঙ করা, সিমেন্ট, প্লাস্টার ও গ্যাস কাটিংয়ের মতো কাজেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সূত্র : হিন্দুস্থান টাইমস
No comments