নওয়াজ শরীফ পরিবারের আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত
নিজের
দল ক্ষমতায়। তারাই সরকার গঠন করেছেন। তবু সশরীরে হাজিরা দেয়া থেকে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পরিবারের আবেদন প্রত্যাখ্যান
করেছে আদালত। এ বিষয়ে পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা বিষয়ক আদালতের (এনএবি)
বিচারক মুহাম্মদ বশির একটি লিখিত রায় দিয়েছেন। তাতে নওয়াজ শরীফ পরিবারের ওই
আবেদন প্রত্যাখ্যান করা হয়। এক্সপ্রেস নিউজকে উদ্ধৃত করে বুধবার এ খবর
দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
এতে বলা হয়, ২২ শে ফেব্রুয়ারি একটি দুর্নীতি মামলায় শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাফদার হোসেনকে তলব করেছে এনইবি। এক্ষেত্রে নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজের অসুস্থতার কারণ দেখিয়ে নওয়াজ পরিবার আদালতে উপস্থিত হওয়া থেকে মুক্তি চেয়ে আবেদন করে। কিন্তু সেই আবেদন অনুমোদন করে নি আদালত। উল্টো বলে দেয়া হয়েছে, কোনো ব্যক্তির স্ত্রী অসুস্থ থাকা শুনানি এড়িয়ে যাওয়ার জন্য কোনো যৌক্তিক কারণ নয়। বর্তমানে কুলসুম নওয়াজ অসুস্থ হয়ে লন্ডনে চিকিৎসাধীন। এক্ষেত্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার এটর্নি নিয়োগের বিষয়টি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছে আদালত। কুলসুম নওয়াজ সম্পর্কে মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, তাকে ক্যান্সারের চিকিৎসা হিসেবে ছয়টি কেমোথেরাপি নিতে হবে। এ চিকিৎসা প্রায় শেষ হয়ে এসেছে। এতে বলা হয়েছে, কুলসুন নওয়াজের ক্যান্সার উল্লেখযোগ্য নিয়ন্ত্রণে এসেছে। ভবিষ্যত চিকিৎসার জন্য তাকে রেডিওথেরাপি নিতে হবে। এর আগে ১৫ই ফেব্রুয়ারি বিচারপতি বশির একটি অর্ডার ইস্যু করেন। তাতে পানামাগেট কেলেঙ্কারি নিয়ে যৌথ তদন্ত টিমের (জেআইটি) প্রধানকে একটি নির্দেশনা দেন। তাতে ২২শে ফেব্রুয়ারির মধ্যে অরিজিনাল রেকর্ড পেশ করতে নির্দেশ দেয়া হয়। এ নির্দেশ পালন করতে অ্যাভেনফিল্ড এপার্টমেন্ট বিষয়ে বিদেশী দু’জন প্রত্যক্ষদর্শীর বক্তব্য রেকর্ড করার কথা। উল্লেখ্য, জেআইটির প্রধান এখন ওয়াজিদ জিয়া। তিনি ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির অতিরিক্ত মহাপরিচালকও।
এতে বলা হয়, ২২ শে ফেব্রুয়ারি একটি দুর্নীতি মামলায় শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাফদার হোসেনকে তলব করেছে এনইবি। এক্ষেত্রে নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজের অসুস্থতার কারণ দেখিয়ে নওয়াজ পরিবার আদালতে উপস্থিত হওয়া থেকে মুক্তি চেয়ে আবেদন করে। কিন্তু সেই আবেদন অনুমোদন করে নি আদালত। উল্টো বলে দেয়া হয়েছে, কোনো ব্যক্তির স্ত্রী অসুস্থ থাকা শুনানি এড়িয়ে যাওয়ার জন্য কোনো যৌক্তিক কারণ নয়। বর্তমানে কুলসুম নওয়াজ অসুস্থ হয়ে লন্ডনে চিকিৎসাধীন। এক্ষেত্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার এটর্নি নিয়োগের বিষয়টি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছে আদালত। কুলসুম নওয়াজ সম্পর্কে মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, তাকে ক্যান্সারের চিকিৎসা হিসেবে ছয়টি কেমোথেরাপি নিতে হবে। এ চিকিৎসা প্রায় শেষ হয়ে এসেছে। এতে বলা হয়েছে, কুলসুন নওয়াজের ক্যান্সার উল্লেখযোগ্য নিয়ন্ত্রণে এসেছে। ভবিষ্যত চিকিৎসার জন্য তাকে রেডিওথেরাপি নিতে হবে। এর আগে ১৫ই ফেব্রুয়ারি বিচারপতি বশির একটি অর্ডার ইস্যু করেন। তাতে পানামাগেট কেলেঙ্কারি নিয়ে যৌথ তদন্ত টিমের (জেআইটি) প্রধানকে একটি নির্দেশনা দেন। তাতে ২২শে ফেব্রুয়ারির মধ্যে অরিজিনাল রেকর্ড পেশ করতে নির্দেশ দেয়া হয়। এ নির্দেশ পালন করতে অ্যাভেনফিল্ড এপার্টমেন্ট বিষয়ে বিদেশী দু’জন প্রত্যক্ষদর্শীর বক্তব্য রেকর্ড করার কথা। উল্লেখ্য, জেআইটির প্রধান এখন ওয়াজিদ জিয়া। তিনি ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির অতিরিক্ত মহাপরিচালকও।
No comments