ম্যান বুকার জিতলেন রিচার্ড ফ্ল্যানেগ্যান
‘দ্য ন্যারো রোড টু দ্য ডিপ নর্থ’ উপন্যাসের জন্য এ বছরের ম্যান বুকার পুরস্কার জিতলেন অস্ট্রেলিয়ান সাহিত্যিক রিচার্ড ফ্ল্যানেগ্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে থাইল্যান্ড-বার্মা রেলওয়ে নির্মাণের প্রেক্ষাপট নিয়ে রচিত হয়েছে এই উপন্যাসটি। ৫৩ বছর বয়সী ঔপন্যাসিক মঙ্গলবার রাতে লন্ডনের গিল্ড হিলে ম্যান বুকার পুরস্কার গ্রহণ করেন।
ফ্ল্যানেগ্যানের হাতে পুরস্কার তুলে দেন ডাচেস অব কর্নওয়েল। মোট ৫০ হাজার পাউন্ড পুরস্কার পেলেন অস্ট্রেলিয়ান এই লেখক। অস্ট্রেলীয় পরিচয়ে লজ্জা : নিজেকে ‘অস্ট্রেলীয়’ পরিচয় দিতে লজ্জা পান বলে জানিয়েছেন বুকারবিজয়ী ঔপন্যাসিক রিচার্ড ফ্ল্যানেগ্যান। অস্ট্রেলীয় সরকারের পরিবেশনীতির সমালোচনা করে তিনি এ কথা বলেন। মঙ্গলবার লন্ডনে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ফ্ল্যানেগ্যান বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বোকার মতো কথা বলেন। এএফপি।
ফ্ল্যানেগ্যানের হাতে পুরস্কার তুলে দেন ডাচেস অব কর্নওয়েল। মোট ৫০ হাজার পাউন্ড পুরস্কার পেলেন অস্ট্রেলিয়ান এই লেখক। অস্ট্রেলীয় পরিচয়ে লজ্জা : নিজেকে ‘অস্ট্রেলীয়’ পরিচয় দিতে লজ্জা পান বলে জানিয়েছেন বুকারবিজয়ী ঔপন্যাসিক রিচার্ড ফ্ল্যানেগ্যান। অস্ট্রেলীয় সরকারের পরিবেশনীতির সমালোচনা করে তিনি এ কথা বলেন। মঙ্গলবার লন্ডনে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ফ্ল্যানেগ্যান বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বোকার মতো কথা বলেন। এএফপি।
No comments