৫১টি কোম্পানির শেয়ার ওটিসি বাজারে যাচ্ছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের প্রথম প্রজন্মের ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকসহ (ইউসিবি) লেনদেন স্থগিত থাকা ‘জেড’ শ্রেণীভুক্ত নিষ্ক্রিয় বা দুর্বল মৌলভিত্তির ৫১টি কোম্পানিকে স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত করা হয়েছে। এখন থেকে এসব কোম্পানির শেয়ার ‘ওভার দ্য কাউন্টার’ বা ওটিসি বাজারে লেনদেন হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক আদেশে গতকাল রোববার স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোম্পানিগুলোকে তালিকাচ্যুত করে।
যেসব কোম্পানিকে তালিকাচ্যুত করা হয়েছে: ইউসিবিএল, চিক টেক্সটাইল, রাসপিট ইনকরপোরেট, রাসপিট ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন, পেট্রো সিনথেটিক প্রডাক্টস, ফার্মাকো ইন্টারন্যাশনাল, জার্মান বাংলা জে ভি ফুড, আল-আমিন কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ, আশরাফ টেক্সটাইলস, বাংলাদেশ কেমিক্যালস, বিডি ডায়িং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ জিপার, এক্সেলসিউর সু, গচিহাটা অ্যাকুয়াকালচার ফার্মস, জিএমজি ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন, ম্যাক এন্টারপ্রাইজেস, ম্যাক পেপার, মেটালেক্স করপোরেশন, মিতা টেক্সটাইল, মডার্ন সিমেন্ট, পদ্মা প্রিন্টার্স, কাশেম টেক্সটাইল, রহমান কেমিক্যালস, রাঙামাটি ফুড প্রোডাক্টস, রোজ হেভেন বলপেন, সজীব নিটওয়্যার, সোনালি পেপার, শ্রীপুর টেক্সটাইল, তমিজউদ্দিন টেক্সটাইল, ওয়াটা কেমিক্যালস, ওয়ান্ডারল্যান্ড টয়েস, আরবি টেক্সটাইল, বাংলাদেশ মনোষ্পুল পেপার, বেঙ্গল ফাইন সিরামিকস, ঈগল স্টার, লেক্সকো, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, ফিনিক্স লেদার, টিউলিপ ডেইরি, বায়োনিক সি ফুড, মোনা ফুড, আনাম সি ফুড, এম হোসেন গার্মেন্টস, ডায়নামিক টেক্সটাইল, সালেহ কার্পেট, বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার কোম্পানি, পারফিউম কেমিক্যালস, কাশেম টেক্সটাইল, মেঘনা শ্রিম্প, বেঙ্গল বিস্কুট ও বাংলাদেশ লাগেজ।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক আদেশে গতকাল রোববার স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোম্পানিগুলোকে তালিকাচ্যুত করে।
যেসব কোম্পানিকে তালিকাচ্যুত করা হয়েছে: ইউসিবিএল, চিক টেক্সটাইল, রাসপিট ইনকরপোরেট, রাসপিট ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন, পেট্রো সিনথেটিক প্রডাক্টস, ফার্মাকো ইন্টারন্যাশনাল, জার্মান বাংলা জে ভি ফুড, আল-আমিন কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ, আশরাফ টেক্সটাইলস, বাংলাদেশ কেমিক্যালস, বিডি ডায়িং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ জিপার, এক্সেলসিউর সু, গচিহাটা অ্যাকুয়াকালচার ফার্মস, জিএমজি ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন, ম্যাক এন্টারপ্রাইজেস, ম্যাক পেপার, মেটালেক্স করপোরেশন, মিতা টেক্সটাইল, মডার্ন সিমেন্ট, পদ্মা প্রিন্টার্স, কাশেম টেক্সটাইল, রহমান কেমিক্যালস, রাঙামাটি ফুড প্রোডাক্টস, রোজ হেভেন বলপেন, সজীব নিটওয়্যার, সোনালি পেপার, শ্রীপুর টেক্সটাইল, তমিজউদ্দিন টেক্সটাইল, ওয়াটা কেমিক্যালস, ওয়ান্ডারল্যান্ড টয়েস, আরবি টেক্সটাইল, বাংলাদেশ মনোষ্পুল পেপার, বেঙ্গল ফাইন সিরামিকস, ঈগল স্টার, লেক্সকো, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, ফিনিক্স লেদার, টিউলিপ ডেইরি, বায়োনিক সি ফুড, মোনা ফুড, আনাম সি ফুড, এম হোসেন গার্মেন্টস, ডায়নামিক টেক্সটাইল, সালেহ কার্পেট, বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার কোম্পানি, পারফিউম কেমিক্যালস, কাশেম টেক্সটাইল, মেঘনা শ্রিম্প, বেঙ্গল বিস্কুট ও বাংলাদেশ লাগেজ।
No comments